সোনা জিততে রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন ৫.৫ সেকেন্ড পেছনে থেকে জিতেছেন রুপা। ইতালির গিনেভ্রা তাদুয়েচ্চি ব্রোঞ্জ জিতেছেন। অথচ রেসে বেশির ভাগ সময় অগ্রগামী ছিলেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসনই। ফাইনাল ল্যাপে জয় ছিনিয়ে নেন ডাচ সাঁতারু।
৩০ বছর বয়সী রুভেনডাল টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন। ২০২২ সালে বুদাপেস্টেরও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিনি।
Adeel Hossain 50 که در
Good