Watch
Events
Blog
Market
Pages
More
আজ আমার বিয়ে একটি ইসলামিক গল্প
বুঝাতেই তড়িঘড়ি করে চলে গেলেন। হাজার হোক, মা তো! মেয়ের মঙ্গল কোন মা না চাইবে? এভাবে আব্বাকেও বোঝানো গেলেই মিশন সাকসেসফুল, ইন শা আল্লাহ! আমার হবু স্বামীকে নিয়ে ভয় নেই, আলহামদুলিল্লাহ। আর বাকি আত্মীয় স্বজনের বাক্যবাণে জর্জরিত হতে সমস্যা নেই আমার। আসলে, তারা জানেই না পর্দা মূলত কি। জানলেও এর যে কি অপরিসীম গুরুত্ব, তারা তা উপলব্ধি করতে পারছে না। আলহামদুলিল্লাহ, তা উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, খুবই অদ্ভুত এক ঘটনার মাধ্যমে যদিও… কদিন আগের ঘটনা। বিয়ের শপিং দোকানে গিয়ে তো করেছিই, টুকটাক অনলাইনেও করেছি। একটা ফেসবুক পেজে পছন্দ হয়ে গিয়েছিল এক জোড়া পায়েল। পায়েল আমার খুব পছন্দ। বিয়ের শাড়ির সাথে ম্যাচিং কালার আর সুমূল্য দেখে খুশি হয়ে পেজে নক করি অর্ডার করতে। এডমিনের সুন্দর ব্যবহার। আপু আপু করে অস্থির, বুঝলাম মেয়ে মানুষ। সব কিছু ঠিকই ছিল। হঠাৎ সে বলল, “আপু, পায়েল এর তো নানান সাইজ আছে। আপনি পায়ের ছবি তুলে পাঠান। তাহলেই আমি বুঝবো কোন সাইজ দিতে হবে।” আমি কোনদিন এমন কথা শুনিনি, তাই অবাক হয়েছিলাম। তবু সরল মনে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম। সাথে বাড়ির ঠিকানা আর ফোন নাম্বারও। “থ্যাংক ইউ” বলে সে সেদিন উধাও হয়েছিল। এর কিছুদিন পর এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করি নির্দ্বিধায়। ওপর প্রান্তে এক লোক ছিল। ইনিয়ে বিনিয়ে সে আমাকে প্রস্তাব দেয়, বাসায় এসে শুধু পা চেটে দিয়ে যাবে, বিনিময়ে টাকাও দিবে! কত টাকা শোনার আগেই আমি লাইন কেটে দিয়েছিলাম। পুরা পৃথিবী আমার সামনে তখন বনবন করে ঘুরছিলো! রাগে, দুঃখে মনে হচ্ছিল মাটির সাথে মিশে যাই। এরপর ধাতস্থ হতে আমার কয়দিন সময় লেগেছিল। প্রথমেই যা করি তা হল, ভাইকে দিয়ে কত গুলো মোজা কিনিয়ে আনি। গরমের দিনে এহেন জিনিস কিনিয়েছি দেখে অনেক প্রশ্ন শুনতে হয়েছিল, তবে উত্তর দেইনি কোন। এরপরেই আব্বার কাছে গিয়ে এক দফা, এক দাবি পেশ করেছিলাম। কিন্তু আব্বাও আমার এডলফ হিটলারের চেয়ে কম যান না! তিনিও ছিলেন এ ব্যাপারে পুরাই অনড়। যাই হোক, কি হবে বিয়ের আসরে, বিয়ে ভেঙেই যাবে নাকি এইসব হাবিজাবি চিন্তা বাদ দিয়ে আমার এখন একটি জরুরি কাজ করতে হবে। সালাত আদায় করতে হবে। আসরের ওয়াক্ত হয়ে গেছে। আজ আবার শুক্রবার। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ে নাকি যে কোন দুয়া কবুল হয়। ঠিক কখন তা যেহেতু আল্লাহ জানাননি, তাই সেই সুবর্ণ সুযোগকে ধরতে হলে একটু দীর্ঘ সময়ের সাধনা প্রয়োজন। হলোই না হয়!
26 Blog posts
Load more
You are about to purchase the items, do you want to proceed?