Assistir
Eventos
Blog
Mercado
Páginas
Mais
এগারো (বাংলাদেশের ১১ ক্রিকেটারের গল্প)
মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ওঁরা এগারোজন বাংলাদেশের ক্রিকেটের একেকটি আলোচিত অধ্যায়। অনেক কীর্তির নায়কও। মাঠের ২২ গজে তাঁদের সেসব কীর্তিগাথা গড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসও। সেসব হয়তো অনেকেরই জানা। কিন্তু সেসব কীর্তির আগে-পরেও তো লুকিয়ে কত গল্প! আর দশজনের মতো তাঁদেরকেও ছুঁয়ে যাওয়া অভিমান-দুঃখ-বঞ্চনার অনুভূতির সঙ্গেই-বা কতটুকু পরিচয় শুধুই মাঠের দর্শকের! লেখক তাঁর প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে মাঠে ও মাঠের বাইরে খুব কাছ থেকে দেখেছেন এই এগারোজনকে। কখনো সঙ্গী হয়েছেন তাঁদের আনন্দের। কখনো-বা সাক্ষী তাঁদের হৃদয়ে রক্তক্ষরণের। সেই অন্তরঙ্গ মুহূর্তগুলোই জীবন্ত হয়ে উঠেছে লেখকের সাবলীল বর্ণনায়। উন্মোচিত হয়েছে অনেক অজানা অধ্যায়ও। চেনা তারকারাই দেখা দিয়েছেন নতুন আলোয়।
26 Blog Postagens
Coloque mais
Você está prestes a comprar os itens, deseja prosseguir?