প্রায়োরিটি

যা আপনার গুরুত্বের মাপকাঠি

যেকোনো সম্পর্ক, হোক সেটা পারিবারিক কিংবা সামাজিক, আপনি যখন প্রায়োরিটি অর্জন করবেন কারোর কাছ থেকে এবং কাউকে প্রায়োরিটি দিবেন সবসময়, সেটা যেকোনো সম্পর্ক কে মজবুত করবে ।ধরেন সম্পর্কে ট্রাস্ট আছে, কিন্তু প্রায়োরিটি নাই, এই সম্পর্ক ক্ষণস্থায়ী । দেখবেন আপনাকে সবাই পছন্দ করে, হাসিমুখে কথা বলবে, কিন্তু দেখবেন জায়গা মতো আপনি মিসিং! প্রায়োরিটি আসলে ডিপেন্ড করে স্বার্থের উপর, আপনার দ্বারা ঐ মানুষ কি পরিমান উপকৃত হইতে পারে তার ওপর নির্ভর করে, আপনি প্রায়োরিটি লিস্টে থাকবেন কিনা ।


Hoimonti Shukla

137 Blog posting

Komentar
Abu Hasan Bappi 51 di

আমি মনে করি এটি সম্পূর্ণ আপেক্ষিক বিষয়। তবে হ্যাঁ যখন দেখছি আসল সময় আমি নাই, তখন বুঝে নিব সেও আমার না

 
 
Adeel Hossain 51 di

প্রায়োরিটি সত্যিই অনেক বড় একটা বিষয়। এটা ঠিক করতে পারলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়।

 
 

📲 Download our app for a better experience!