নতুন জীবের উদ্ভব

সংকর প্রাণী, উদ্ভিদ ও সম্ভাবনা

লাইগারের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। না আমি লাইগার মুভির কথা বলছি না। সত্যিকারের লাইগার প্রাণীর কথা বলছি। লাইগার কি কি দিয়ে তৈরি হয় জানেন? Lion + Tiger = Liger. তার মানে  সিংহ ও বাঘ মিলেই লাইগার তোইরি হয়। এরকমভাবে সৃষ্টি করা প্রাণীকে বলে সংকর বা হাইব্রিড প্রাণি। ওই যেমন আমরা হাইব্রিড ফল, শাক-সবজি খাই অনেকটা সেরকম। কিন্তু দুখঃজনক হলো এই প্রানীগুলো বাচ্চা তোইরি করতে পারে না। এক লাইগার থেকে আরেকটা লাইগার তৈরি হয় না। শুধু ল্যাবে যে প্রাণীটা তোইরি হয় ওইটাই বাচে। 

এরকম আরো অনেক প্রাণী আছে। যেমন খচ্চর। গাধা আর ঘোড়ার মিলনে তৈরী হয় খচ্চর। আবার একটা উদ্ভিদ আছে , নাম পোমাটো। ওই যে, ছোট বেলায় আমরা ভাবতাম একই গাছে আম, জাম , কাঠাল সবই হবে অনেকটা সেরকম। আমাদের এই চিন্তা সত্যি না হলেও পোমাটো কিন্তু সত্যি। এখন পোমাটো কি সেটা বলা যাক। Potato + Tomato = Pomato .তারমানে Pomato এমন একটা গাছ যার উপরে টমেটো হবে আর নিচে হবে আলু। শুনতে অবিশাস্য লাগলেও এরকম গাছ পৃথীবিতে আছে। 

এর থেকেও ইন্টারেস্টিং কাহিনী বলি , শুনেন। জোনাকি পোকার পিছন থেকে আলো জলে এটা সবাই জানি। এখন বিজ্ঞানিরা বের করছে জোনাকি পোকার পিছন থেকে যে আলো জলে ওইটার কারণ লুসেফেরিন। বিজ্ঞানিরা লুসেফেরিন জোনাকি পোকার দেহ থেকে বের করে তামাক গাছের মধ্যে ঢুকিয়ে দিছে। ফলে দেখা যায়, তামাক গাছের পাতাও এখন অন্ধকারে জোনাকি পোকার মত জলে। এই গাছ বিদেশে রাত্রে লাইটিং এর মত করে ব্যবহার করা হয়। 

শেষে একটা আইডিয়া শেয়ার করি। যদিও এখন পর্যন্ত এটা বাস্তবে অসম্ভব। মানুষের দেহের ভিতরে যদি গাছের প্লাস্টিড ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মানুষ ও গাছের মত সালোকসংশ্লেষণ করতে পারবে। তখন আর রান্নার প্রয়োজন হবে না। রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে  থাকলে অটোম্যাটিক্যালি খাবার তৈরি হবে এবং পেট ভরে যাবে। ইন্টারেস্টিং নাহ! 


Adeel Hossain

242 Blog bài viết

Bình luận
Rubel Hasan 48 Trong

onek sundor hoyche