একদিন বায়ু সূর্যকে বলল, “আমি তোমার চেয়েও শক্তিমান।” সূর্য বলল, “আমিতো তা স্বীকার করি না। বায়ু বলল, “মেঘ যখন তোমায় ঢেকে ফেলে, তখন আমি এসে সেগুলোকে উড়িয়ে তাড়িয়ে দিই।”
সূর্য বলল, “তুমি বলবান বটে, তবে আমার চেয়ে বেশি নও।”
বায়ু রেগে বলল, “একটু পরখ করে দেখবে নাকি কার শক্তি বেশি? ওই দেখ, একটি লোক চাদর গায়ে হেঁটে চলেছে। ওর গা থেকে চাদরখানা তুমি কী খুলে নিতে পার?”
সূর্য বলল, “তুমিই আগে চেষ্টা কর।”
বায়ু গর্ব করে বলল, “আমি পারব। কিন্তু তুমি পারবে না।”
প্রবল বেগে বায়ু বইতে লাগল বাছুর বেগ যত বাড়ে লোকটির তত শীত বোধ হয়। তাই সে চাদরখানা বেশ করে গায়ে জড়িয়ে রাখে। অবশেষে বায়ু কিছুতেই চাদরখানা খুলে নিতে পারল না।
এখন সূর্যের পালা। সূর্য তার তাপ বাড়িয়ে দিল । সূর্যের তাপে লোকটির এত গরম বোধ হলো যে, সে তার গা থেকে চাদরখানা খুলে নিল বাছুর তখন লজ্জার আর সীমা রইল না !