বুদ্ধিমান বাচ্চা
রহিম খুব দুষ্টু ছেলে। একদিন স্কুলে স্যার বলল—
“তুমি যদি এখনই পড়াশোনা না করো, ভবিষ্যতে কিছু হতে পারবে না।”
রহিম হাসল আর বলল,
“স্যার, আমি তো আর কিছু হতে চাই না, আমি আমি-ই থাকব!”
পুরো ক্লাস হেসে উঠল। স্যার রেগে গিয়ে বলল,
“তাহলে বোর্ডে গিয়ে একশোবার লিখে আনো—‘আমি পড়ব’।”
রহিম গিয়ে লিখল, কিন্তু একশোর বদলে ১০১ বার লিখল।
স্যার অবাক হয়ে বললেন—
“তুমি কেন একবার বেশি লিখেছ?”
রহিম বলল—
“স্যার, একবার বোনাস দিলাম, যাতে আমি পাস করতেই পারি!”
সবাই হেসে ফেলল। স্যারও হাসি চেপে রাখতে পারল না।
Rumi Akter
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟