বাদ পড়লেও মুস্তাফিজ এবারের আইপিএলে ছিলেন যথেষ্ট সফল।আগামী আইপিএল নিলামে হতেপারে কাড়াকাড়ি!
আজ ইনিংসের শেষ বলে ওঠা ক্যাচটি মুস্তাফিজুর ও আশুতোষ শর্মার ভুল বুঝা বুঝিতে মিস হলেও টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যে সফল ছিলেন ৬কোটি রুপিতে আইপিএল এ খেলতে যাওয়া ফিজ।তিন ম্যাচে মাত্র ৭.৯১ ইকোনমি তে রান দিয়ে উইকেট নিয়েছেন ৪টি। তিন ম্যাচে ৫ ওভার ডেথ ওভারে বোলিং করা ফিজের এই ইকোনমিক নিঃসন্দেহে ঈর্ষনীয়।
আইপিএলে সাকিবের ৬৩ উইকেট টপকে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬৫ উইকেট এখন মুসাফিজের।সাকিব ৭৩ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছিলেন। সে হিসেবে ফিজ মাত্র ৬০ ম্যাচেই ফিজের উইকেট ৬৫*টি।
আগামী আইপিএলে যদি বাংলাদেশী খেলোয়াড় খেলতে বিসিবি ও বিসিসিআই থেকে কোন বাঁধা না থাকে তাহলে ৬ কোটি'র ও বেশি মূল্য নিলামে পেতে পারপন মুস্তাফিজুর রহমান।বিশেষ করে নতুন ও পুরনো উভয়ক্ষেত্রে ফিজের বোলিং নৈপুণ্য আগামী আইপিএলে ফ্র্যাঞ্চাইজি গুলো মাথায় রাখবে।
#mustafizurrahman #ipl2025 #dhakacapitals #shakibalhasan #sportsshorts #hilights #follower
ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এই ম্যাচে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং ২০১৯ সালের বিজয়ী কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ফাইনাল ম্যাচের সময়সূচি:
তারিখ: ২৫ মে ২০২৫ (রবিবার)
সময়: রাত ৮:৩০ (বাংলাদেশ সময়)
স্থান: গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
লাহোর কালান্দার্স: এলিমিনেটরে করাচি কিংসকে ৬ উইকেটে পরাজিত করার পর,কোয়ালিফায়ার ২-এ ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কোয়ালিফায়ার ১-এ ইসলামাবাদ ইউনাইটেডকে ৩০ রানে পরাজিত করে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে।
আজ আপনি কোন দলকে সাপোর্ট করবেন...?
১.কোয়েটা গ্লাডিয়েটর্স
২.লাহোর কালান্দার্স
Read More
প্লেয়ার নষ্ট করার মুল কারিগর — ইসলামাবাদ ইউনাইটেড!
🔥🤦♂️
হায়দার আলী — এক জনপ্রতিভাবান টপ অর্ডার ব্যাটসম্যান, যার মধ্যে ছিল একসময় জাতীয় দলের ভবিষ্যৎ হয়ে ওঠার সামর্থ্য। কিন্তু তাকে নামানো হয় ৮ নাম্বার পজিশনে! যেখানে তার মতো ব্যাটারের খেলা মানেই নিজের প্রতিভার অপমান।💔😔
আরও অবাক লাগে, তাকে রেখে কীভাবে ক্যাপ্টেন শাদাব খান নিজেই উপরের দিকে ব্যাট করতে আসে? একজন অধিনায়কের কাজ দল তৈরি করা, নিজের অবস্থান পাকাপোক্ত করা নয়।🤨
পিএসএল যেখান থেকে নতুনদের উঠে আসার কথা, সেখানেই যদি হায়দারের মতো প্লেয়াররা অবহেলার শিকার হয় — তাহলে তারা কোথায় নিজেকে তৈরি করবে?😢🤷♂️
এভাবে ট্যালেন্ট অপচয় চলতে থাকলে ক্রিকেট শুধু নামেই ‘টিম গেম’ থাকবে, মাঠে থাকবে শুধু নিজের স্বার্থের লড়াই।
😞
#psl2025 #islamabadunited #haiderali #savetalent #cricketpolitics
Read More
ইংল্যান্ডে ব্যাট হাতে ঝড় তুললেও, বল হাতেও দুর্দান্ত অলরাউন্ডার আবু জায়েদ রাহী!
ওয়েস্ট অব ইংল্যান্ড প্রিমিয়ার ক্রিকেট লিগে গ্লুচেস্টারের হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহী এবং বল হাতে 31 রানের বিনিময়ে 2 উইকেট নিয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডার ✨
রান: ৯৯*
বল: ৪৫
চার: ৯
ছক্কা: ৮
স্ট্রাইক রেট: ২২০🔥
বল হাতে উইকেট শিকার করে যিনি পরিচিত, তিনি এবার ব্যাট হাতেও দেখালেন নিজের ক্যারিসমা।
Read More
আমার জীবনের গল্প পর্ব ৬৯ | #বাচ্চা