পাখির জগতে উটপাখি দৈত্য পাখি নামেই পরিচিত। এরা খুব জোরে ছুটতে পারলেও উড়তে পারে না। ঘণ্টায় এরা ৬০-৭০ মাইল বেগে দৌড়াতে পারে। এরা মরুভূমিতে বাস করে। বালি খুঁড়ে বাসা তৈরি করে। উটপাখি সবকিছু খায়। এদের রাক্ষুসে খিদে। খিদে পেলে সামনে যা পায়, তা-ই খায়।
প্রাণিজগতের আরেক অদ্ভুত জন্তু গরিলা। এটি প্রচণ্ড শক্তিধর। আফ্রিকার গহিন অরণ্যে এদের বাস। বুনো জন্তুদের মধ্যে গরিলার পারিবারিক জীবন খুবই সুন্দর। মা-বাবা ও সন্তানদের নিয়ে গরিলার সংসার। গরিলার প্রিয় খাবার হলো গাছের নরম পাতা আর ফলমূল। এরা খুব শান্ত স্বভাবের। নিজে আঘাত না পেলে এরা অন্যকে আঘাত করে না।
প্রাণিজগতে সবচেয়ে বেশি উচ্চতার প্রাণী হলো জিরাফ। এটি প্রায় ১৮ ফুট উঁচু হয়। এই বিশাল শরীর নিয়ে জিরাফ ঘণ্টায় ৩০ মাইলেরও বেশি বেগে ছুটতে পারে। এর গায়ের চামড়ায় অসংখ্য দাগ। এই দাগগুলো তাকে গাছগাছালির সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। এরা পা বাঁকাতে পারে না। এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়।
গন্ডার এক আজব প্রাণী। এর নাকের ওপর একটা বা দুটো শিং থাকে। গন্ডারকে ভীষণ ভয় পায় বনের আর সব প্রাণী। এর দৃষ্টিশক্তি ক্ষীণ কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। গন্ডার এর বিরাট বপু নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। এটি দাঁড়িয়ে, কাত হয়ে বা হাঁটু মুড়ে, উপুড় হয়ে ঘুমায়। গন্ডার ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল বেগে ছুটতে পারে।
ডাঙার প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। এরা গভীর অরণ্যে দল বেঁধে ঘুরে বেড়ায়। হাতির বিশাল দেহের সবচেয়ে অদ্ভুত অঙ্গটি হচ্ছে তার শুঁড়। শুঁড় দিয়ে গায়ে পানি ছিটিয়ে হাতি গোসল সারে। এই শুঁড়ের সাহায্যে সে বড় বড় গাছের গুঁড়িও টেনে নিয়ে যেতে পারে। হাতি বনপথে নিঃশব্দে চলে। হাতির খাওয়ায় লাগে আট-নয় মণ ঘাস-পাতা আর ছয় মণের মতো পানি। এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আমাদের দেশে রাঙামাটি আর বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চলে হাতি আছে।
আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী বাস করছে। এদের কেউ বাস করে পানিতে; আবার কেউ বাস করে ডাঙায়। এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে; নিজের কাজে লাগিয়েছে। তবে এদের বেশির ভাগই থেকে গেছে বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে, ঘন অরণ্যে, মরু ও মেরু অঞ্চলে। এসব প্রাণীর মধ্যে অদ্ভুত ও বিস্ময়কর প্রাণীর সংখ্যাও কম
mdalamingazi
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?
hanif ahmed Romeo
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?