গল্প: ছায়ামূর্তির প্রত্যাবর্তন
পর্ব ১: চিঠি যার প্রেরক নেই
রাত তখন প্রায় বারোটা। নিঃশব্দ শহরের গলিতে হঠাৎ করেই থেমে গেল ডাকপিয়নের বাইসাইকেল। অরণ্য মুখুজ্জে বাড়ির চিঠির বাক্সে একটা খাম রেখে নিঃশব্দে চলে গেল। অরণ্য, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি একা থাকেন উত্তর কলকাতার পুরোনো এক দোতলা বাড়িতে।
চিঠির খামে কোনো প্রেরকের নাম নেই, ঠিকানাও নয়—শুধু অরণ্যের নাম। ভিতরে একটা পুরোনো কাগজে হাতের লেখা, "তুমি ভুলে গেছ, আমি ফিরেছি। ছায়ার মধ্যে দেখো।"
চোখ কুঁচকে পড়লেন অরণ্য। কণ্ঠ শুকিয়ে এল। শব্দগুলো অদ্ভুতভাবে পরিচিত, যেন বহু বছর আগে কেউ লিখেছিলো... কে লিখতে পারে এমন কথা? তিনি জানতেন, এই শহরে কেউ জানে না সে স্মৃতি।
ঘরের কোণে রাখা সেই পুরোনো আয়নার দিকে তাকিয়ে তিনি দেখলেন, সেখানে কিছু একটা নড়ছে। নিজের ছায়া তো নয়—তবে কে?
#sifat10