গল্প: মৃতের ফোন
এক বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে আমার ভাই মারা যায়। তার ফোনটা আমার কাছেই থাকত, বন্ধ করে রেখেছিলাম। সেদিন অমাবস্যার রাত। হঠাৎ মাঝরাতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখলাম, আমার ভাইয়ের নম্বর থেকেই ফোন আসছে। ভয়ে ভয়ে ফোনটা ধরতেই ওপার থেকে একটা ভাঙা, ঘরঘরে আওয়াজ ভেসে এল, "দিদি, এখানে খুব অন্ধকার। জলের তলায় দম বন্ধ হয়ে আসছে। আমাকে বের কর।" লাইনটা কেটে গেল, কিন্তু আমি দেখলাম, ফোনের স্ক্রিনে জলের ফোঁটা জমে আছে।
#মৃতেরফোন #ভৌতিকগল্প #ghostcall #banglahorror #paranormalcall #scaryphonecall #বাংলাঘোস্ট #deadbrother #ভয়েরগল্প #hauntedphone
গল্প: খেলা পুতুল
মেয়ের জন্মদিনে একটা জাপানি পুতুল কিনে দিয়েছিলাম। фар্সেলিনের তৈরি সুন্দর মুখ, কাঁচের চোখ। কিন্তু রাতের বেলা প্রায়ই পুতুলটাকে অন্য জায়গায় পাওয়া যেত। একদিন রাতে মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। ঘরে গিয়ে দেখি, মেয়ে খাটের কোণে ভয়ে কাঁপছে। আর তার বিছানার ওপর পুতুলটা বসে আছে, সেটার হাতে একটা মরচে পড়া কাঁচি। পুতুলটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা যেন আরও চওড়া হয়ে গেছে।
#খেলাপুতুল #ভৌতিকগল্প #haunteddoll #banglahorror #scarydoll #বাংলাঘোস্ট #creepydoll #scaryshorts #porcelainpuppet #ghoststorybangla
গল্প: ছবিটা জীবন্ত
আমার দাদুর পুরোনো ট্রাঙ্ক থেকে একটা সাদাকালো ছবি পেয়েছিলাম। ছবিতে আমাদের পরিবারের সবাই আছে, কিন্তু পেছনে একটা অস্পষ্ট ছায়ামূর্তি। কদিন পর খেয়াল করলাম, ছায়ামূর্তিটা ছবির মধ্যে একটু একটু করে এগিয়ে আসছে। প্রথমে বাবার কাকা, তারপর ঠাকুমার পাশ ঘেঁষে। একদিন সকালে দেখলাম, ছবি থেকে আমার দাদুর মুখটা गायब হয়ে গেছে এবং সেই ছায়ামূর্তিটা ঠিক তার জায়গায় দাঁড়িয়ে আছে, ক্যামেরার দিকে চেয়ে।
#ছবিটাজীবন্ত #ভৌতিকগল্প #hauntedphoto #banglahorror #ghostinpicture #বাংলাঘটনা #scaryshorts #paranormalstory #বাংলাঘোস্ট #shadowinphoto
গল্প: লিফটের অতিথি
অফিস থেকে ফিরতে রাত হয়েছিল শ্রেয়ার। সে অ্যাপার্টমেন্টের লিফটে একা উঠেছিল। পাঁচতলায় এসে লিফটটা হঠাৎ থেমে গেল। দরজা খুলতেই সে দেখল, বাইরে ঘুটঘুটে অন্ধকার করিডোর। কেউ নেই। দরজা বন্ধ হতেই লিফটের ওভারলোড অ্যালার্ম বেজে উঠল, যদিও সে ভেতরে একা। তার মনে হলো, পাশে কেউ এসে দাঁড়িয়েছে। একটা ঠান্ডা, ভারী নিশ্বাস সে নিজের ঘাড়ের কাছে অনুভব করতে পারছিল। লিফট নিচে নামছিল, কিন্তু তার ওজন যেন দ্বিগুণ হয়ে গেছে।
#লিফটেরঅতিথি #ভৌতিকগল্প #বাংলাঘোস্ট #horrorstorybangla #ghostinlift #banglahorror #ভয়েরগল্প #creepylift #elevatorghost #scaryshorts