জাগো মানুষ
ঘুমিয়ে আছো কতকাল ধরে,
জীবন পেরোয় ছায়া ঘোরে।
আলো খোঁজো, অন্ধকারে—
নিজেই হও দীপ, জ্বলো অন্তরে।
স্বপ্ন নয়, প্রয়োজন কাজ,
সত্য পথেই হোক আজ সাজ।
ভয় নয়, চাই দৃপ্ত কণ্ঠ,
সত্য বলার থাকুক শক্তি।
অবিচার দেখো, থেকো না চুপ,
তোমার নীরবতাই ওদের রূপ।
উঠে দাঁড়াও, ভাঙো বেড়ি,
নতুন ভোর আনতে হবে ফেরি।
বাতাসে আজ ডাক শোনা যায়,
“মানুষ হও”— সময় তো যায়।
সচেতন হও, জীবন চেনো,
পৃথিবিটাকে ভালোবেসে বাঁচো।
Gefällt mir
Kommentar
Teilen
Shakil Khan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
MD Nafis islan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?