জাগো মানুষ
ঘুমিয়ে আছো কতকাল ধরে,
জীবন পেরোয় ছায়া ঘোরে।
আলো খোঁজো, অন্ধকারে—
নিজেই হও দীপ, জ্বলো অন্তরে।
স্বপ্ন নয়, প্রয়োজন কাজ,
সত্য পথেই হোক আজ সাজ।
ভয় নয়, চাই দৃপ্ত কণ্ঠ,
সত্য বলার থাকুক শক্তি।
অবিচার দেখো, থেকো না চুপ,
তোমার নীরবতাই ওদের রূপ।
উঠে দাঁড়াও, ভাঙো বেড়ি,
নতুন ভোর আনতে হবে ফেরি।
বাতাসে আজ ডাক শোনা যায়,
“মানুষ হও”— সময় তো যায়।
সচেতন হও, জীবন চেনো,
পৃথিবিটাকে ভালোবেসে বাঁচো।
Me gusta
Comentario
Compartir
Shakil Khan
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
MD Nafis islan
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?