12 میں ·ترجمہ کریں۔

#অণু-গল্প: ৪ (চন্দ্রের অভিশাপ)


---

মুক্তি পাওয়ার পর নীলয় গ্রামে ফিরে আসে। সবাই অবাক—চোখের নিচের কালো ছায়া নেই, মুখে শান্তি, কথায় ভার। কেউ জানে না, সে মৃত্যু ছুঁয়ে ফিরে এসেছে। কিন্তু একা থাকলে এখনো মাঝে মাঝে শুনতে পায় বিড়ালের আর্তনাদ, মধুরিমার মৃদু কান্না।

চরণ কাকা বলেন, “অভিশাপ কেটে গেছে ঠিক, কিন্তু তার ছায়া থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সহজ নয়। তুমি মানুষ, কিন্তু চাঁদকে তুমি চিরকাল অনুভব করবে।”

এরই মাঝে গ্রামের পাশের জঙ্গলে আবারও শুরু হয় গরু, ছাগল, এমনকি একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা। প্রাণীগুলো রক্তশূন্য অবস্থায় পাওয়া যাচ্ছে।

সবাই ভাবে, অভিশাপ আবার ফিরে এসেছে—নীলয়!
কিন্তু নীলয় জানে, এটা তার কাজ নয়।

এক রাতে সে ছায়ার মত অনুসরণ করে জঙ্গলের ভিতর ঢোকে—চাঁদের আলোয় সে দেখে, আরেকজন... চন্দ্রপিশাচ!
সে যেন এক নারীর অবয়বে বিড়ালের আত্মা, চোখে রক্ত।

মধুরিমা।

চাঁদের আলোয় তার কণ্ঠে উঠে আসে অভিমান:
“তুমি মুক্তি পেয়েছো, কিন্তু আমি তো পেলাম না... আমার রক্তই তোমার অভিশাপ ছিন্ন করলো... এবার আমাকে কে উদ্ধার করবে?”

নীলয় নির্বাক। মুক্তি কখনো একার হয় না। কারও অভিশাপের বিনিময়ে পাওয়া যায় কারও স্বাধীনতা।

চাঁদ হাসে। জঙ্গল নীরব। আর একটি গল্প শুরু হয়।

2 گھنٹے ·ترجمہ کریں۔

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 گھنٹے ·ترجمہ کریں۔

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 گھنٹے ·ترجمہ کریں۔

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 گھنٹے ·ترجمہ کریں۔

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 گھنٹے ·ترجمہ کریں۔

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image