জারুল
তোমার চোখে পানি কেন?
আমি কি কাঁদছি?
না…
আমি তো কাঁদি না আর।
আমার দুঃখেরও রং আছে—
নীল, বেগুনি… খুব নরম।
আমি সেই রঙে ঢেকে রাখি নিজেকে।
এই দুঃখেই আমার শান্তি,
তাতে কোনো ভার নেই, শুধু নীরবতা।
আমি রংধনু হতে চাই না,
চাই না ঝলমলে আলো হয়ে ভেসে যেতে।
আমি থাকতে চাই নিজের মতো—
সাধারণ, সুনিরব, অথচ নির্জন রঙেই আমি পূর্ণ।
喜欢
评论
分享
Suraiya Soha
删除评论
您确定要删除此评论吗?
Apurbo Mega
删除评论
您确定要删除此评论吗?
Sakil Khan
删除评论
您确定要删除此评论吗?