জারুল
তোমার চোখে পানি কেন?
আমি কি কাঁদছি?
না…
আমি তো কাঁদি না আর।
আমার দুঃখেরও রং আছে—
নীল, বেগুনি… খুব নরম।
আমি সেই রঙে ঢেকে রাখি নিজেকে।
এই দুঃখেই আমার শান্তি,
তাতে কোনো ভার নেই, শুধু নীরবতা।
আমি রংধনু হতে চাই না,
চাই না ঝলমলে আলো হয়ে ভেসে যেতে।
আমি থাকতে চাই নিজের মতো—
সাধারণ, সুনিরব, অথচ নির্জন রঙেই আমি পূর্ণ।
처럼
논평
공유하다
Suraiya Soha
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Apurbo Mega
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Sakil Khan
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?