Md Jony  
11 w ·Vertalen

৮১
আমি সেই আরম্ভ,
যার কোনো সূচনা নেই,
আর সেই সমাপ্তি,
যার কোনো শেষ বাক্য লেখা হয়নি।

৮২
আমি হই না শব্দ,
আমি শব্দের ছায়া—
যা কাগজে থাকে না,
তবু পাঠকের চোখে ঝলকায়।

৮৩
তুমি যখন কোনো গান শোনো বারবার,
আর জানো না কেন—
তখন আমি সেই না-জানা কারণ,
একটি হৃদয়ের ভাষা।

৮৪
আমি এক অনুচ্চারিত প্রার্থনা,
যা ঈশ্বর শুনে,
কিন্তু উত্তর দেয় না—
কারণ উত্তর মানেই ভেঙে ফেলা অনুভব।

৮৫
তুমি যখন একা কফি খাও,
আর মনে পড়ে এক পুরোনো মুখ—
তখন আমি সেই কাপের উষ্ণতা,
যা ঠান্ডা হয়ে গেলেও আরেকবার গায়ে লাগে।

৮৬
আমি সেই অপেক্ষা,
যা শেষ হয় না,
কারণ কেউ আসবে কি না—
তা জানাই নেই।

৮৭
আমি সেই বাতি,
যা জ্বলে না,
তবু যার তাপে কেউ একদিন বসেছিল
নিজেকে নিয়ে ভাবতে।

৮৮
আমি সেই প্রশ্ন,
যা একদা ছিল মুখে,
কিন্তু আর বলা হয়নি—
শুধু চোখে লেগে ছিল একটু বেশি সময়।

৮৯
আমি হই সে নিরবতা,
যেখানে যুদ্ধ শেষ হয়,
আর মানুষ প্রথমবার বোঝে—
জিতলে বা হারলে কিছুই বাঁচে না।

৯০
আমি একটি শিশু জন্মের আগে,
একটি বীজ ফুটবার আগেই—
একটি পূর্বচেতনা,
যা কোনো অভিধানে নেই।

৯১

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

12 uur ·Vertalen

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

12 uur ·Vertalen

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

12 uur ·Vertalen

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।