#এলাকা হচ্ছে আমাদের নবীনগর, সাভার, ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশেই কুরগাও সংলগ্ন । অনেক,অনেক সুন্দর একটা জায়গা অনেক পুরনো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে কবিতাটা যেমন ছিল । অনেক বড় ঝিল, আকাশটা মেঘলা । খুব সুন্দর শীতল পরিবেশ ।

#এলাকা হচ্ছে আমাদের নবীনগর, সাভার, ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশেই কুরগাও সংলগ্ন । অনেক,অনেক সুন্দর একটা জায়গা অনেক পুরনো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে কবিতাটা যেমন ছিল । অনেক বড় ঝিল, আকাশটা মেঘলা । খুব সুন্দর শীতল পরিবেশ ।
প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।
md s alam
জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে । সুন্দর একটা স্বপ্ন, সফলতার বাহন হিসেবে কাজ করে , যদি আপনি পরিশ্রমী হন । পরিশ্রমী ব্যক্তি খুব তাড়াতাড়ি তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে । সততা এবং সুন্দর জীবন গড়তে, সৎ পথে চলে সৎ- ইনকাম দিয়ে জীবন পরিচালনা করাটাই মূল সফলতা । সৎ এবং সুন্দর ভাবে বাঁচতে, অনেক সম্পদের প্রয়োজন হয় না, শুধু চাই সব নিষ্ঠাবান ও পারিশ্রমিক । জীবন চলার পথে, অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তাই বলে কি হাল ছেড়ে দিতে হবে, কখনোই না বারবার চেষ্টা করতে হবে,
এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে । অবশ্যই সফলতা আসবেই। "ধন্যবাদ সবাইকে"
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Saymon Ahmed
💡 Make a real impact by protecting endangered species & ecosystems! 🏞️🐾
🤲 Support conservation efforts through hands-on fieldwork & research! 🌍📚
🌎 Gain valuable experience while exploring breathtaking natural habitats! ✈️
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?