#এলাকা হচ্ছে আমাদের নবীনগর, সাভার, ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশেই কুরগাও সংলগ্ন । অনেক,অনেক সুন্দর একটা জায়গা অনেক পুরনো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে কবিতাটা যেমন ছিল । অনেক বড় ঝিল, আকাশটা মেঘলা । খুব সুন্দর শীতল পরিবেশ ।

#এলাকা হচ্ছে আমাদের নবীনগর, সাভার, ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশেই কুরগাও সংলগ্ন । অনেক,অনেক সুন্দর একটা জায়গা অনেক পুরনো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে কবিতাটা যেমন ছিল । অনেক বড় ঝিল, আকাশটা মেঘলা । খুব সুন্দর শীতল পরিবেশ ।
লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।
প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।
md s alam
জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে । সুন্দর একটা স্বপ্ন, সফলতার বাহন হিসেবে কাজ করে , যদি আপনি পরিশ্রমী হন । পরিশ্রমী ব্যক্তি খুব তাড়াতাড়ি তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে । সততা এবং সুন্দর জীবন গড়তে, সৎ পথে চলে সৎ- ইনকাম দিয়ে জীবন পরিচালনা করাটাই মূল সফলতা । সৎ এবং সুন্দর ভাবে বাঁচতে, অনেক সম্পদের প্রয়োজন হয় না, শুধু চাই সব নিষ্ঠাবান ও পারিশ্রমিক । জীবন চলার পথে, অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তাই বলে কি হাল ছেড়ে দিতে হবে, কখনোই না বারবার চেষ্টা করতে হবে,
এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে । অবশ্যই সফলতা আসবেই। "ধন্যবাদ সবাইকে"
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?
Saymon Ahmed
💡 Make a real impact by protecting endangered species & ecosystems! 🏞️🐾
🤲 Support conservation efforts through hands-on fieldwork & research! 🌍📚
🌎 Gain valuable experience while exploring breathtaking natural habitats! ✈️
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?