#এলাকা হচ্ছে আমাদের নবীনগর, সাভার, ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশেই কুরগাও সংলগ্ন । অনেক,অনেক সুন্দর একটা জায়গা অনেক পুরনো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে কবিতাটা যেমন ছিল । অনেক বড় ঝিল, আকাশটা মেঘলা । খুব সুন্দর শীতল পরিবেশ ।

#এলাকা হচ্ছে আমাদের নবীনগর, সাভার, ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পাশেই কুরগাও সংলগ্ন । অনেক,অনেক সুন্দর একটা জায়গা অনেক পুরনো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে কবিতাটা যেমন ছিল । অনেক বড় ঝিল, আকাশটা মেঘলা । খুব সুন্দর শীতল পরিবেশ ।
একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!
আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।
যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!
এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।
একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!
বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!
বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!
💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"
💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"
❤️🩹❤️🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"
💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"
🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"
💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"
🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"
❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"
🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!
md s alam
জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে । সুন্দর একটা স্বপ্ন, সফলতার বাহন হিসেবে কাজ করে , যদি আপনি পরিশ্রমী হন । পরিশ্রমী ব্যক্তি খুব তাড়াতাড়ি তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে । সততা এবং সুন্দর জীবন গড়তে, সৎ পথে চলে সৎ- ইনকাম দিয়ে জীবন পরিচালনা করাটাই মূল সফলতা । সৎ এবং সুন্দর ভাবে বাঁচতে, অনেক সম্পদের প্রয়োজন হয় না, শুধু চাই সব নিষ্ঠাবান ও পারিশ্রমিক । জীবন চলার পথে, অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তাই বলে কি হাল ছেড়ে দিতে হবে, কখনোই না বারবার চেষ্টা করতে হবে,
এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে । অবশ্যই সফলতা আসবেই। "ধন্যবাদ সবাইকে"
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Saymon Ahmed
💡 Make a real impact by protecting endangered species & ecosystems! 🏞️🐾
🤲 Support conservation efforts through hands-on fieldwork & research! 🌍📚
🌎 Gain valuable experience while exploring breathtaking natural habitats! ✈️
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?