Sir: (হঠাৎ থেমে) এই এই! এই চমচমের খাচ্ছো নাকি চ্যাটিং করতেছো? Hridoy! হাত উপরে উঠাও!
Hridoy: (আতংকিত মুখে) স্যার! আমি তো ফিজিক্স এর সূত্র পড়তেছিলাম...
Sir: (চিৎকার করে) মিথ্যা! আমি স্পষ্ট দেখলাম তুমি মোবাইলের স্ক্রিনে একটার পর একটা swipe দিচ্ছো!
Hridoy: স্যার, সেটা আমি না… আমার আঙুল নিজে নিজেই swipe করে! আমি তো meditation করতেছিলাম।
Sir: Meditation? তোমার মোবাইল কি এখনো ওষুধ খায় নাকি?
Hridoy: না স্যার! ও ফ্রী তে চলে, মাঝে মাঝে TikTok দেখে রিফ্রেশ হয়...
Sir: (মাথা ঠুকে) মোবাইল দাও, এখনই জব্দ!
Hridoy: স্যার, এটা একদম জরুরি ফোন। যদি দেই, আমার ফুফাতো খালাতো মামাতো ভাইয়ের বউয়ের জন্মদিন মিস হইয়া যাবে!
Sir: জন্মদিন থাকবেই, মোবাইল দিবা এখনই!
Hridoy: (মাথা নিচু করে মোবাইল বাড়িয়ে দেয়) স্যার, প্লিজ! অন্তত TikTok অ্যাপে একবার ঢুইকা 'ডিলিট' ক্লিক করবার সুযোগ দেন।
Sir: (হাত কাঁপে কাঁপে মোবাইল নেয়) এইবার তোকে class monitor না, Mobile terrorist ঘোষণা করা হইব!
Hridoy: (অল্প গলায়) স্যার, terrorist না, influencer... অনেকেই আমার কপি করে...
Sir: (হতাশ গলায়) এই ছেলে পড়াশোনা না কইরা follower বাড়াইতেছে!
Hridoy: স্যার, জ্ঞান আমি Facebook এ শেয়ার দেই… ক্লাসে বলা লাগে না!