9 i ·Översätt

Sir: (হঠাৎ থেমে) এই এই! এই চমচমের খাচ্ছো নাকি চ্যাটিং করতেছো? Hridoy! হাত উপরে উঠাও!

Hridoy: (আতংকিত মুখে) স্যার! আমি তো ফিজিক্স এর সূত্র পড়তেছিলাম...

Sir: (চিৎকার করে) মিথ্যা! আমি স্পষ্ট দেখলাম তুমি মোবাইলের স্ক্রিনে একটার পর একটা swipe দিচ্ছো!

Hridoy: স্যার, সেটা আমি না… আমার আঙুল নিজে নিজেই swipe করে! আমি তো meditation করতেছিলাম।

Sir: Meditation? তোমার মোবাইল কি এখনো ওষুধ খায় নাকি?

Hridoy: না স্যার! ও ফ্রী তে চলে, মাঝে মাঝে TikTok দেখে রিফ্রেশ হয়...

Sir: (মাথা ঠুকে) মোবাইল দাও, এখনই জব্দ!

Hridoy: স্যার, এটা একদম জরুরি ফোন। যদি দেই, আমার ফুফাতো খালাতো মামাতো ভাইয়ের বউয়ের জন্মদিন মিস হইয়া যাবে!

Sir: জন্মদিন থাকবেই, মোবাইল দিবা এখনই!

Hridoy: (মাথা নিচু করে মোবাইল বাড়িয়ে দেয়) স্যার, প্লিজ! অন্তত TikTok অ্যাপে একবার ঢুইকা 'ডিলিট' ক্লিক করবার সুযোগ দেন।

Sir: (হাত কাঁপে কাঁপে মোবাইল নেয়) এইবার তোকে class monitor না, Mobile terrorist ঘোষণা করা হইব!

Hridoy: (অল্প গলায়) স্যার, terrorist না, influencer... অনেকেই আমার কপি করে...

Sir: (হতাশ গলায়) এই ছেলে পড়াশোনা না কইরা follower বাড়াইতেছে!

Hridoy: স্যার, জ্ঞান আমি Facebook এ শেয়ার দেই… ক্লাসে বলা লাগে না!

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 timmar ·Översätt

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।