শূন্যতার রঙ | ##ভাঙাহৃদয় #চোখেরজল #অভিমান #হারিয়ে_গেলো #মনের_কথা #চুপচাপ #তোমার_স্মৃতি #কষ্টেরস্ট্যাটাস #কষ্টেরকবিতা #মুডি_স্টোরি
শূন্যতার রঙ | ##ভাঙাহৃদয় #চোখেরজল #অভিমান #হারিয়ে_গেলো #মনের_কথা #চুপচাপ #তোমার_স্মৃতি #কষ্টেরস্ট্যাটাস #কষ্টেরকবিতা #মুডি_স্টোরি
''সময় কাটে না,, গেলাম.. ``হতাশা ডিপার্টমেন্টাল স্টোর``
``যেখানে প্রতিটি ফ্লোরে সাজানো,, ভিন্ন ভিন্ন দুঃখের বিভাগ``।
পুরো সেটিংটাই `নরকের,, বাণিজ্যিকীকরণে রমরমা,,
শুরুতে নিলাম,,
,,ভালোবাসার হালকা নাস্তা: শূন্যতার প্লেটে!"
...,গেলাম,, 'ফুর্তি ডিসকাউন্ট নিতে'! এখনই শেষ সময়!"
``আত্মার অধঃপতন শপিং স্টোরে,, পপকর্ন ফ্রি!
আরও নিলাম,,
''গুজব গপ্পো ভাজা! গরম গরম মিথ্যা,, মনের জিলাপি পেঁচানো সাপ,, শক্তিশালী 'টেনশন।
নিলাম,, ভ্রমের আইসক্রিম,, হাতে নিতে গলে যায়!
গেলাম গর্ব করে হাঁটা স্টোরে,,
``অহংকারের হাই-হিল: উঁচুতে তোলে, পড়তেও সাহায্য করে!
"পিউর টাকার কুমিরের,, চামড়া দিয়ে বানানো``
গেলাম অতীত ভেজাল স্টোরে,,
""স্মৃতির ডাস্টবিনে,, পুরোনো আবেগ পঁচে গলে পড়ে আছে,, আহাঃ কি দাম,,
নগদে চোখের জল ফেলে কিনে নিলাম, তবুও।,,
..বন্ধুরা এলো, বলে,, চল আরও তলিয়ে কাঁদি গলা মিলে``।
গেলাম হতাশা রিচার্জ স্টোরে,,
"দুঃখের রিফিল কার্টিজ! চিরস্থায়ী উৎকণ্ঠা!
ফুল লোড,,
"নিলাম- লোভের EMI স্কিম! প্রথম কিস্তি: সামান্য বিবেক পে!"
একটু হাঁটতেই দেখি,, "শয়তান দোকান খুলেছে 'নরকের 'রসগোল্লা' নামে,
বলে, আসুন,, 'একটা খেয়ে দেখুন, স্বাদ পাবেন অনুতাপের চিনি!'
জিজ্ঞেস করলাম, 'ক্যালোরি কত?'
উত্তরে হাসে, 'এক গ্লাস 'পাপের সমান!'"
..মুখে নিতেই,, কপালে পড়লো,, 'দুর্ভাগ্যের শুকনো পাঁউরুটি'..
অবশেষ,, 'শয়তান মুচকি হেসে বলে,,
নেন, আরও একটা হতাশার ডোজ, সারাক্ষন মিথ্যা কুয়াশার তৃপ্তি পাবেন !'
জিজ্ঞাস করলাম, 'মেয়াদ কতদিন?'
প্যাকেটের গায়ে লিখা আছে , 'সত্যের আলো উত্থান পর্যন্ত"!
———————
'হতাশা স্টোর।
সাজিদুল্লাহ ফরহাদ।
হয়তো এরপর আর কথা হবে না! হয়তো আর কাছে পাবোনা! হয়তো এই শেষ! হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা রাস্তার বাঁকে!
ব্যর্থতার তাড়নায় ও সফলতার আকাঙ্খায় অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার কাছ থেকে বিদায়!
ভালোবাসা এক গহীন কারাগার! মুক্তি পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়! তার জায়গায় টা কখনো কাউকে দিতে পারবো না! কত টা ভালোবাসি তা আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি তার সাথে থাকার অনেক ইচ্ছে আমার! তাকে ভুলব না কখনো! যদি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি অবশ্যই ফিরে আসবো তার কাছে! যখন শূন্যতার এই জগতে পূর্ণতা মানেই বিলাসিতা! তাই ক্ষণিকের জন্য হলেও!
"হেঁসেই না হয় মুক্তি দিলাম তাকে রবের কাছে কেঁদে চেয়েছিলাম যাকে!
তারপর মুখের হাঁসি আর রাতের ঘুম সবই হাঁরিয়ে ফেলেছি যাকে দেখে ও যার কথা শুনে আমার মনে প্রথম ভালোবাসার অনুভূতি জেগে ছিল! যার কথা শুনে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না! সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে সে আবারও থাকবে! কিন্তু আমার হয়তো আর থাকা হবে না! দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে! কিন্তু সেটা তাকে জানানো যাবে না! সবকিছু থেকেও খালি খালি লাগবে!
জেগে ছিল! যার কথা শুনে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না! সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে সে আবারও থাকবে! কিন্তু আমার হয়তো আর থাকা হবে না! দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে! কিন্তু সেটা তাকে জানানো যাবে না! সবকিছু থেকেও খালি খালি লাগবে!
কারণ হয়তোআর দেখা হবে না! হয়তো আর কথা হবে না!
আর ফেরা হবেনা এই চিরচেনা পথে..!!😅❤️🩹
অসীম শূন্যতার ছায়া.
বিকেলের শান্ত আকাশে
ঝুলে থাকে এক অদৃশ্য সীমানা—
সেখানে অসীম শূন্যতা
নিয়ে বসে আছে তোমার নিজস্ব ছায়া।
চোখ মেলে দেখি—
তোমার কপোলজুড়ে ফুটে উঠেছে একটা নিঃশব্দ রেখা,
যেন হারানো কোনো প্রতিশ্রুতির ইঙ্গিত ।
গোধূলির আঁচলে লুকিয়ে পড়ে এক বিন্দু সিঁদুর,
যা মুছে যায় প্রতীক্ষার ধুলোয়—
আবেগ জমে থাকে,মেঘের নিচে চাপা পড়া
অশ্রু-ভেজা বাতাসের মতো।
রৌদ্রের করোটি হাতে নিয়ে হেঁটে যাই,
চারপাশে জেগে থাকে সহস্রাব্দের ক্লান্তি।
মেট্রোর ধাতব কোলাহলে চাপা পড়ে নিঃসঙ্গতা
জেগে ওঠে পায়ের নিচে অচেনা এক নদী—
যার ঢেউয়ে ভাসে স্মৃতির ভঙ্গুর আলো।
একজন যাত্রী, ধূলিধূসর স্বরে বলেন—
‘এখানে বসুন।’
তার কণ্ঠে ঝরে পড়ে সন্ধ্যার অসমাপ্ত গল্প।
রোদের পাশে তুমি, এক নীরব পাণ্ডুলিপি—
যেখানে কোনো শব্দ নেই, তবু তুমি অনুপুঙ্খে লেখা।
হঠাৎ হৃদয়ের ভিতরএকটা দরজা-
ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
চুপিচুপি ঢুকে পড়ে এক অচেনা ছায়া,
আর তখন আমি
নিজেকেই চিনে উঠতে পারি না।
⸻
একাকিত্ব শব্দটি শুনলেই অনেকের মনে নেমে আসে এক ধরনের নীরবতা, যেন এক শূন্যতার চিহ্ন। কিন্তু একাকিত্ব মানেই কি কেবল দুঃখ? না, একাকিত্ব কখনও কখনও এক ধরণের আত্মদর্শন, নিজেকে খুঁজে পাওয়ার একান্ত সুযোগ।🖤😅
যখন চারপাশের কোলাহল থেমে যায়, তখন নিজের ভেতরের শব্দগুলো শোনা যায়। তখন বোঝা যায়, আসলে আমরা কতটা দূরে চলে গিয়েছিলাম নিজেদের থেকে। একাকিত্ব আমাদের শেখায় ধৈর্য, শেখায় নিজেকে ভালোবাসতে, এবং সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সময় কাটানোর মূল্য বুঝতে।🖤😅
তবে একাকিত্ব সবসময় আনন্দদায়ক হয় না। অনেক সময় এটি বোঝা হয়ে দাঁড়ায়। প্রিয়জনদের অভাব, শূন্য সম্পর্কের স্মৃতি বা জীবনের অনিশ্চয়তা একাকিত্বকে কঠিন করে তোলে। সেই সময় আমরা ভেঙে পড়ি, নিঃশব্দে কাঁদি, কিন্তু তার মধ্যেও গড়ে ওঠে এক নতুন আমি—আরও শক্তিশালী, আরও সচেতন।🖤😅
একাকিত্বকে যদি ভয় না পেয়ে আলিঙ্গন করতে পারি, তবে সেটি হতে পারে আমাদের আত্মবিকাশের সবচেয়ে বড় হাতিয়ার। নির্জনতাই অনেক সময় সবচেয়ে গভীর চিন্তার জন্ম দেয়। একা থাকার মানে এই না যে, আমরা ভালোবাসাহীন; বরং এর মানে হতে পারে, আমরা এখন নিজের ভালোবাসাটাই সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছি।🖤😅
একাকিত্বকে ভয় নয়, ভালোবাসা শেখা উচিত। কারণ অনেক সময়, সবথেকে ভালো গানটা একাকী বসে শোনা যায়, সবথেকে গভীর লেখাটা লেখা হয় একা থাকা সন্ধ্যায়, আর সবথেকে সত্য অনুভূতিগুলো টের পাওয়া যায় একলা হাঁটার পথে।🖤😅
Pintu Hossain
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Md Mahfuz
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Md Hasibul Ialam
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
RB Siyam
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?