অতিরিক্ত গরমে আর সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে পঞ্চমবারের মত মাথায় পানি ঢালতে লাগলাম অতঃপর মাথায় দু**ষ্ট বুদ্ধিরা হানা দিল।
পানি ভরা বালতিতে মাথা ঢুকিয়ে সেকেন্ড গুনতে লাগলাম। এরপর মাথা বের করে এইভাবে কয়েকবার ট্রাই করতে লাগলাম সর্বোচ্চ কতক্ষন এইভাবে থাকতে পারি।
এমন করতেই থাকলাম এরমধ্যে ছোট ভাই এসে দেখে বালতির ভেতর আমার মাথা। ভ/য়ে কোন সাড়া শব্দ না করে দিল দৌড় আম্মুর কাছে। এরমধ্যে আমি বালতি থেকে মাথা বের করে আবার চুবিয়ে দিলাম।
আম্মু এসে দেখে একই অবস্থায় আম্মু দিল এক চিৎকার। চিৎকার শুনে আমি বালতি থেকে মাথা তুলে ঘটনা বোঝার আগেই পাশের বাড়ির আন্টিরা হাজির।
অতঃপর আজ দুইদিন এলাকায় রটে গেল আমি সুই*** করতে গিয়েছিলাম বালতির মধ্যে মাথা চুবিয়ে। অনেক নিউজ আন্টিরা আবার বলছে আর ২/৩ মিনিট দেরী হলেই আমি পরপারে চলে যেতাম। অনেকে আবার সুই*** এর কারণ খুঁজতে চিরুনি তল্লাশিতে নেমেছে।
আর এইদিকে আমি বালতির দিকে তাকিয়ে বসে ভাবছি আমার সুই*** এর কারন কি হতে পারে!!🙂 # # #