9 di ·Menerjemahkan

অতিরিক্ত গরমে আর সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে পঞ্চমবারের মত মাথায় পানি ঢালতে লাগলাম অতঃপর মাথায় দু**ষ্ট বুদ্ধিরা হানা দিল।
পানি ভরা বালতিতে মাথা ঢুকিয়ে সেকেন্ড গুনতে লাগলাম। এরপর মাথা বের করে এইভাবে কয়েকবার ট্রাই করতে লাগলাম সর্বোচ্চ কতক্ষন এইভাবে থাকতে পারি।
এমন করতেই থাকলাম এরমধ্যে ছোট ভাই এসে দেখে বালতির ভেতর আমার মাথা। ভ/য়ে কোন সাড়া শব্দ না করে দিল দৌড় আম্মুর কাছে। এরমধ্যে আমি বালতি থেকে মাথা বের করে আবার চুবিয়ে দিলাম।
আম্মু এসে দেখে একই অবস্থায় আম্মু দিল এক চিৎকার। চিৎকার শুনে আমি বালতি থেকে মাথা তুলে ঘটনা বোঝার আগেই পাশের বাড়ির আন্টিরা হাজির।
অতঃপর আজ দুইদিন এলাকায় রটে গেল আমি সুই*** করতে গিয়েছিলাম বালতির মধ্যে মাথা চুবিয়ে। অনেক নিউজ আন্টিরা আবার বলছে আর ২/৩ মিনিট দেরী হলেই আমি পরপারে চলে যেতাম। অনেকে আবার সুই*** এর কারণ খুঁজতে চিরুনি তল্লাশিতে নেমেছে।
আর এইদিকে আমি বালতির দিকে তাকিয়ে বসে ভাবছি আমার সুই*** এর কারন কি হতে পারে!!🙂 # # #

5 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
5 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।