গল্প : পোড়োবাড়ির রহস্য


চতুর্থ পাঠ
দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমরা ধাক্কাধাক্কি করেও খুলতে পারলাম না। আমাদের চিৎকার যেন ওই ঘরের দেয়ালেই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। হঠাৎ করেই অমিত কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করল। ও ফিসফিস করে অচেনা ভাষায় কিছু বলতে লাগল। ওর চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠেছে। আমরা ভয় পেয়ে ওর থেকে দূরে সরে গেলাম। অমিত হঠাৎ হাসতে শুরু করল, সে এক নারকীয় হাসি। তারপর সে দেয়ালে সাঁটানো একটা পুরোনো তৈলচিত্রের দিকে আঙুল তুলে বলল, "ওই দেখ, বাবা আমাদের দেখছে।" আমরা ভয়ে ভয়ে সেদিকে তাকালাম। ওটা ছিল এক ক্রूर চেহারার জমিদারের ছবি। আমাদের মনে হলো, ছবির চোখ দুটো যেন জীবন্ত এবং আমাদের দিকেই তাকিয়ে আছে। এরপর যা ঘটল, তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। অমিত হিংস্রভাবে আমাদের দিকে এগিয়ে এল। ওর গলার স্বর বদলে গেছে, একটা পুরুষালি কর্কশ কণ্ঠ ওর মুখ দিয়ে বেরিয়ে আসছে, "তোদের এত সাহস! আমার বাড়িতে ঢুকেছিস! তোদের সবাইকে শেষ করে দেব।" আমাদের বুঝতে বাকি রইল না, জমিদারের আত্মাই অমিতের ওপর ভর করেছে।

আমাদের অ্যাডভেঞ্চারের নেশা তখন প্রাণের ভয়ে পরিণত হয়েছে, কারণ আমাদের সামনে দাঁড়িয়ে ছিল আমাদেরই বন্ধু, যার চোখে ছিল সাক্ষাৎ শয়তানের দৃষ্টি।
#রহস্যময় 😱😱

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।