6 ভিতরে ·অনুবাদ করা

গল্প:কুয়োর গভীরে

মামাবাড়ির পেছনের বাগানে একটা পরিত্যক্ত পাতকুয়ো ছিল। দাদু বলতেন, ওটার কাছে নাকি যেতে নেই, ওখানে এককালে এক নতুন বউ আত্মহত্যা করেছিল। আমরা বন্ধুরা মিলে একদিন বাজি ধরলাম, কে সেই কুয়োতে উঁকি মেরে আসতে পারে। আমি সাহস করে এগিয়ে গেলাম। কুয়োর পাড়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই দেখলাম, গভীর কালো জলের মধ্যে আমার প্রতিবিম্ব। কিন্তু আমার প্রতিবিম্বটা হাসছিল না, বরং তার মুখে ছিল এক তীব্র যন্ত্রণা। হঠাৎ প্রতিবিম্বটা তার হাত বাড়িয়ে দিল, যেন আমাকে ডাকছে। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো, দুটো ঠান্ডা, ভেজা হাত আমার পা ধরে নিচের দিকে টানছে। আমার বন্ধুরা ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। শেষ মুহূর্তে আমি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিই। সেদিন থেকে আমি আর কোনোদিন জলের দিকে তাকালে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না, শুধু দেখি একজোড়া তৃষ্ণার্ত চোখ।

#কুয়োগভীরে #ভৌতিকগল্প #প্রতিবিম্বেরভয় #বাংলাঘোস্টস্টোরি #আত্মারডাকে #বাংলাহরর #অদৃশ্যহাত #হররস্টোরি #রাতেরভয় #বাংলা_ভূত

8 ঘন্টা ·অনুবাদ করা
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
9 ঘন্টা ·অনুবাদ করা

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

11 ঘন্টা ·অনুবাদ করা

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 ঘন্টা ·অনুবাদ করা

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 ঘন্টা ·অনুবাদ করা

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।