গল্প:কুয়োর গভীরে
মামাবাড়ির পেছনের বাগানে একটা পরিত্যক্ত পাতকুয়ো ছিল। দাদু বলতেন, ওটার কাছে নাকি যেতে নেই, ওখানে এককালে এক নতুন বউ আত্মহত্যা করেছিল। আমরা বন্ধুরা মিলে একদিন বাজি ধরলাম, কে সেই কুয়োতে উঁকি মেরে আসতে পারে। আমি সাহস করে এগিয়ে গেলাম। কুয়োর পাড়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই দেখলাম, গভীর কালো জলের মধ্যে আমার প্রতিবিম্ব। কিন্তু আমার প্রতিবিম্বটা হাসছিল না, বরং তার মুখে ছিল এক তীব্র যন্ত্রণা। হঠাৎ প্রতিবিম্বটা তার হাত বাড়িয়ে দিল, যেন আমাকে ডাকছে। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো, দুটো ঠান্ডা, ভেজা হাত আমার পা ধরে নিচের দিকে টানছে। আমার বন্ধুরা ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। শেষ মুহূর্তে আমি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিই। সেদিন থেকে আমি আর কোনোদিন জলের দিকে তাকালে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না, শুধু দেখি একজোড়া তৃষ্ণার্ত চোখ।
#কুয়োগভীরে #ভৌতিকগল্প #প্রতিবিম্বেরভয় #বাংলাঘোস্টস্টোরি #আত্মারডাকে #বাংলাহরর #অদৃশ্যহাত #হররস্টোরি #রাতেরভয় #বাংলা_ভূত
Upal Paul
আমি প্রতিদিন হাঁটি এবং হেঁটে হেঁটে উপার্জন করি। কেউ হাঁটার মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইলে আমাকে নক দিন। এ্যাপে রেজিস্ট্রেশন করে হেঁটে লক্ষ্য পূরণ করলেই আয় করতে পারবেন এবং তা আপনার নগদ নাম্বারে উইথড্র দিতে পারবেন। প্রতারিত হওয়ার ভয় নাই।
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟