6 که در ·ترجمه کردن

গল্প: হাসপাতালের বেড নম্বর তেরো

সরকারি হাসপাতালের ১৩ নম্বর বেডটা কুখ্যাত ছিল। লোকে বলত, ওই বেডে যে রোগীই ভর্তি হয়, সে আর বাঁচে না। আমার বাবা অসুস্থ হওয়ায় অন্য কোনো বেড খালি না পেয়ে ওখানেই ভর্তি করতে বাধ্য হলাম। প্রথম রাতটা ঠিকঠাক কাটল। কিন্তু দ্বিতীয় রাতে বাবা বলতে লাগলেন, একজন নার্স নাকি তাঁকে বারবার বিরক্ত করছে, সাদা পোশাক পরা, মুখে হাসি নেই। অথচ আমরা সবাই জানি, সেই ওয়ার্ডে সেদিন কোনো মহিলা নার্স ডিউটিতেই ছিলেন না। পরের দিন মাঝরাতে বাবা ভয়ে চিৎকার করে উঠলেন। আমরা দৌড়ে গিয়ে দেখি, তিনি হাঁপাচ্ছেন আর বলছেন, "ওই নার্সটা আমার মুখে বালিশ চাপা দেওয়ার চেষ্টা করছিল! ও বলছে, 'শান্তি দিলাম'।" বাবার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো, তিনি তীব্র আতঙ্কে জমে গেছেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ডাক্তাররা বললেন হার্ট অ্যাটাক। কিন্তু আমি জানি, বাবার মৃত্যুর কারণ অন্য কিছু।

#বেড_নম্বর_১৩ #হাসপাতালের_ভৌতিকতা #বাংলা_হরর #ভূতের_নার্স #ভয়ানক_রাত #অলৌকিক_মৃত্যু #hauntedhospital #ghostnurse #banglahorrorstory #ভূতের_গল্প

6 ساعت ·ترجمه کردن

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

9 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

9 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

9 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

9 ساعت ·ترجمه کردن

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।