গল্প: হাসপাতালের বেড নম্বর তেরো
সরকারি হাসপাতালের ১৩ নম্বর বেডটা কুখ্যাত ছিল। লোকে বলত, ওই বেডে যে রোগীই ভর্তি হয়, সে আর বাঁচে না। আমার বাবা অসুস্থ হওয়ায় অন্য কোনো বেড খালি না পেয়ে ওখানেই ভর্তি করতে বাধ্য হলাম। প্রথম রাতটা ঠিকঠাক কাটল। কিন্তু দ্বিতীয় রাতে বাবা বলতে লাগলেন, একজন নার্স নাকি তাঁকে বারবার বিরক্ত করছে, সাদা পোশাক পরা, মুখে হাসি নেই। অথচ আমরা সবাই জানি, সেই ওয়ার্ডে সেদিন কোনো মহিলা নার্স ডিউটিতেই ছিলেন না। পরের দিন মাঝরাতে বাবা ভয়ে চিৎকার করে উঠলেন। আমরা দৌড়ে গিয়ে দেখি, তিনি হাঁপাচ্ছেন আর বলছেন, "ওই নার্সটা আমার মুখে বালিশ চাপা দেওয়ার চেষ্টা করছিল! ও বলছে, 'শান্তি দিলাম'।" বাবার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো, তিনি তীব্র আতঙ্কে জমে গেছেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ডাক্তাররা বললেন হার্ট অ্যাটাক। কিন্তু আমি জানি, বাবার মৃত্যুর কারণ অন্য কিছু।
#বেড_নম্বর_১৩ #হাসপাতালের_ভৌতিকতা #বাংলা_হরর #ভূতের_নার্স #ভয়ানক_রাত #অলৌকিক_মৃত্যু #hauntedhospital #ghostnurse #banglahorrorstory #ভূতের_গল্প