6 sa ·Isalin

গল্প : গন্ধ

পরিবারের সাথে এক পুরনো কটেজে ছুটি কাটাতে গিয়েছিল রিমা। জায়গাটা সুন্দর হলেও, কটেজের ভেতর একটা অদ্ভুত গন্ধ পেত সে। ভেজা মাটির সাথে শুকনো গোলাপের পাপড়ির গন্ধ। গন্ধটা বিশেষ করে আসত দোতলার একটা বন্ধ ঘর থেকে। কেয়ারটেকারকে জিজ্ঞেস করলে সে বলত, ওটা স্টোররুম, অনেকদিন বন্ধ তাই এমন গন্ধ। একদিন রাতে গন্ধটা এত তীব্র হলো যে, রিমার ঘুম ভেঙে গেল। সে দেখল, ওই বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে একটা ক্ষীণ আলো আসছে আর গন্ধটাও ওখান থেকেই বেরোচ্ছে। কৌতুহলবশত সে দরজায় কান পাতল। ভেতর থেকে একটা মেয়ের ফিসফিসানি শুনতে পেল, "আমার গোলাপ বাগানটা কে নষ্ট করল? আমি তাকে ছাড়ব না।" রিমা ভয়ে জমে গেল। পরদিন তারা কটেজ ছেড়ে দেয়। পরে জানতে পারে, ওই কটেজের মালকিনের একটি গোলাপ বাগান ছিল। বাগানটি নষ্ট করে দেওয়ায় তিনি শোকে আত্মহত্যা করেন।


#ভৌতিকগন্ধ #hauntedcottage #অতৃপ্তআত্মা #রহস্যময়ঘটনা #হররস্টোরি

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।