গল্প : গন্ধ
পরিবারের সাথে এক পুরনো কটেজে ছুটি কাটাতে গিয়েছিল রিমা। জায়গাটা সুন্দর হলেও, কটেজের ভেতর একটা অদ্ভুত গন্ধ পেত সে। ভেজা মাটির সাথে শুকনো গোলাপের পাপড়ির গন্ধ। গন্ধটা বিশেষ করে আসত দোতলার একটা বন্ধ ঘর থেকে। কেয়ারটেকারকে জিজ্ঞেস করলে সে বলত, ওটা স্টোররুম, অনেকদিন বন্ধ তাই এমন গন্ধ। একদিন রাতে গন্ধটা এত তীব্র হলো যে, রিমার ঘুম ভেঙে গেল। সে দেখল, ওই বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে একটা ক্ষীণ আলো আসছে আর গন্ধটাও ওখান থেকেই বেরোচ্ছে। কৌতুহলবশত সে দরজায় কান পাতল। ভেতর থেকে একটা মেয়ের ফিসফিসানি শুনতে পেল, "আমার গোলাপ বাগানটা কে নষ্ট করল? আমি তাকে ছাড়ব না।" রিমা ভয়ে জমে গেল। পরদিন তারা কটেজ ছেড়ে দেয়। পরে জানতে পারে, ওই কটেজের মালকিনের একটি গোলাপ বাগান ছিল। বাগানটি নষ্ট করে দেওয়ায় তিনি শোকে আত্মহত্যা করেন।
#ভৌতিকগন্ধ #hauntedcottage #অতৃপ্তআত্মা #রহস্যময়ঘটনা #হররস্টোরি
Mir Abs Shawon
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?