গল্প : যে গাছে রক্ত ঝরে

জঙ্গল সাফ করার জন্য একদল ঠিকাদার এসেছিল। জঙ্গলের ঠিক মাঝখানে ছিল এক বিশাল বটগাছ, যেটাকে গ্রামের লোকেরা দেবতা বলে পুজো করত। ঠিকাদাররা গাছটা কাটার জন্য লোক লাগাল। প্রথমবার কুড়ুল দিয়ে ঘা মারতেই গাছের গা থেকে টকটকে লাল রঙের এক তরল পদার্থ বেরিয়ে আসতে লাগল, ঠিক যেন রক্ত। শ্রমিকরা ভয় পেয়ে গেলেও টাকার লোভে আবার ঘা মারল। এবার গাছের ভেতর থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো আর গোটা জঙ্গল কেঁপে উঠল। গাছের ডালপালাগুলো জীবন্ত সাপের মতো শ্রমিকদের পেঁচিয়ে ধরতে লাগল। যারা পালাতে পেরেছিল, তারা পেছনে তাকিয়ে দেখল, গাছের কোটর থেকে দুটো লাল চোখ তাদের দিকে তাকিয়ে জ্বলছে।


#গাছেরভূত #রক্তঝরাগাছ #অভিশপ্তজঙ্গল #গ্রামেরভয় #naturehorror

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।