গল্প : যে গাছে রক্ত ঝরে
জঙ্গল সাফ করার জন্য একদল ঠিকাদার এসেছিল। জঙ্গলের ঠিক মাঝখানে ছিল এক বিশাল বটগাছ, যেটাকে গ্রামের লোকেরা দেবতা বলে পুজো করত। ঠিকাদাররা গাছটা কাটার জন্য লোক লাগাল। প্রথমবার কুড়ুল দিয়ে ঘা মারতেই গাছের গা থেকে টকটকে লাল রঙের এক তরল পদার্থ বেরিয়ে আসতে লাগল, ঠিক যেন রক্ত। শ্রমিকরা ভয় পেয়ে গেলেও টাকার লোভে আবার ঘা মারল। এবার গাছের ভেতর থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো আর গোটা জঙ্গল কেঁপে উঠল। গাছের ডালপালাগুলো জীবন্ত সাপের মতো শ্রমিকদের পেঁচিয়ে ধরতে লাগল। যারা পালাতে পেরেছিল, তারা পেছনে তাকিয়ে দেখল, গাছের কোটর থেকে দুটো লাল চোখ তাদের দিকে তাকিয়ে জ্বলছে।
#গাছেরভূত #রক্তঝরাগাছ #অভিশপ্তজঙ্গল #গ্রামেরভয় #naturehorror
Mir Abs Shawon
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?