31 C ·Traduzir

নির্বাক নিবৃত, নিস্তব্ধতায় নির্বাসন 🖤

5 C ·Traduzir

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোঝা পোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আমরা সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!😅

7 C ·Traduzir

"ভালোবাসা যখন ফিরে তাকায় না, তখন বিকেলও বিষণ্ন হয়ে পড়ে…"//

পড়ন্ত বিকেল।
ছাদে দাঁড়িয়ে আছি।
আকাশে মেঘের জলরাশিকে অস্তমিত সূর্যের আলো এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করছে।
মনে হচ্ছে সোনালি মেঘখণ্ডগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে।
তখনই মনে পড়ে যায়—তোমাকে।

আমার ভালোবাসা আজ দুঃখের অশ্রু ঝরাচ্ছে।
জানিনা কীভাবে আমার ভালোবাসা প্রকাশ করবো।
অনুভবে, অনুক্ষণে যার অস্তিত্ব অনুভব করি—সে কেন বোঝে না,
কি কারণে আমার এই নির্বাসন?

প্রথমত "তোমাকে চাই"—এই কথাটি বলার স্বপ্ন
ভাঙা ঘুমের মতো বিষণ্ন এক প্রহরে
আমি চেয়ে দেখি, তুমি নাই।

আমার কষ্টের দেয়ালটা ঘুমকাতুরে জোছনায় সময় কাটিয়েছিল।
আজ কেন দুঃস্বপ্ন এসে বাসা বাঁধে ঐ দুটি চোখে?
কেন দুঃস্বপ্ন তোমাকে আমার কাছ থেকে বারবার কেড়ে নিয়ে যায়?

আমার মাঝে—আমার ভালোবাসার এই বিশাল হৃদয়ের গভীরে—তুমি ঘুমিয়ে ছিলে।
জোছনা রাতে তুমি এখানটেই বিলিয়ে দিতে তোমার ভালোবাসা,
কখনও কল্পনায়, কখনও বাস্তবে রূপ নিতে।

এই আলো-আঁধারের খেলায় তুমি আমায় ক্লান্ত করে দিয়েছো,
ভুলিয়ে দিয়েছো আমার অচেনা অতীত।



#ভেতরঘরেরশব্দ
#মনখারাপেরবিকেল
#নীরবভালোবাসা
#bengalipoetry #poetry

7 C ·Traduzir

@itz monir:আমার অপেক্ষার শহরে তুমি এক অস্তিত্বহীন নির্বাক কবিতা..!! ☺️❤️‍🩹

কেমন আছিস রে? তোর উপর কেমন যেন মায়া হয়ে গেছে জানিস....?
তুই নিজেও এটা জানিস যে, তুই আমার ক্রাশ! আমার সারাদিনের প্রায় প্রত্যেকটা মুহূর্তে তোর কথা মনে পড়ে। কেন মনে পড়ে তা জানি না!!
ইদানীং তোর কিছু অপ্রত্যাশিত আচরণ উপলব্ধি করতে হচ্ছে।
অকারনেই আমাকে ফেসবুকে ব্লক করিস, মেসেঞ্জারে নাম পরিবর্তন করলে বকা দিস, যেকোনো পোস্টে মেনশন করলে বকা দিস ইত্যাদি ইত্যাদি।
কয়েকদিন আগেও ফজরের নামায পড়তে যাওয়ার সময় শীতের যন্ত্রণা থেকে বাঁচতে শার্টের কলার দিয়ে কান ঢাকার ব্যর্থ চেষ্টা করতাম !
খুব কষ্ট হতো তখন। কিন্তু বিশ্বাস কর, তোর এই ছোট্ট ছোট্ট মিসবিহেভ এর কারনে এখন তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই। কিন্তু কিছু বলতে পারি না।
তোর ব্যবহারে আমার শীতের কোমল চাদরটা ফালাফালা হয়ে যায় ! কিন্তু কিছু বলতে গেলে ভেতর থেকে কেউ একজন নিষেধ করে।
তবে একটা কথা কি জানিস?
কাউকে ভালবাসিকথাটা বলার অধিকার অনেক আগেই হারিয়ে গেছে।
নিজের ভালবাসাটা নিজের হাতে মনের কারাগারে বন্দি করেছি।
সেই ভালবাসানামক পাখিটা তোর মতো কোন ললনাকে দেখলেই পাখা ঝাপটে আর্তনাদ প্রকাশ করতে শুরু করে। কি ভয়ংকর সেই আর্তনাদ !
সেই ভালবাসার ব্যক্তিটা এখন অন্যের ঘরে খুব ভাল আছে হয়তো!
সেটাই থাকার কথা, চার বছরের অভিজ্ঞতার কাছে আমি তো মাত্র চার মাসের অতিথি ছিলাম।
হয়তো মনের কারাগারটা একদিন খুলবে, ভালবাসা নামক পাখিটা খুজে পাবে কোন এক নীড়। কে হবে সেই নীড়? কে জানে....
তুই হয়তো ভাবতে পারিস, আমার বর্ত্তমান পরিপ্রেক্ষিতে এসব কথা আমার সাথে মিলছে না।
হ্যা, না মেলারই কথা।
জানিস, একসময় আমিও বর্তমান স্টাইলিশছেলেদের মতো বখাটে ছিলাম। রাস্তায় অতিরিক্ত গতিতে সাইকেল চালানোর সময় হেডফোনে ফুল ভলিউমে গান শুনতাম, আর বাসায় ফিরে আব্বুর বকুনি শুনতাম (কোন এক হুজুর রিপোর্ট করায়)।
কিন্তু ঠিক কতটা গরম লোহার ছ্যাঁকা খেয়ে একটা বিষধর সাপ সাপুড়ের সাপ খেলার খেলোয়াড় হয় সেটা কি জানিস? জানিস না, আমরা কেউই জানি না।
আসলে জানার কোন ইচ্ছা নেই আমাদের, খেলা দেখলেই তো হলো,তাই না?
,শুনেছি সময়ের স্রোতে মানুষ বদলে যায়। কে জানে, হয়তো আমিও সেই স্রোতেরই এক নির্বাক যাত্রী !
তবে একটা কথা, আমার সাথে কোন মিসবিহেভ করিস না। না হলে হয়তো দেখবি মিসবিহেভ করার মতো আর কাউকে পাবি না, হয়তো কালের স্রোতে হারিয়ে যাব।
তোকে নিয়ে মাঝে মাঝে কল্পনার দেশে হারিয়ে যাই,জানিস?
,কি মিষ্টি সেই কল্পনার মুহূর্তগুলো !
মাঝে মাঝে তুইও কল্পনায় হারানোর চেষ্টা করবি।
ইচ্ছে হলে আমায় সাথে নিশ, কেমন?
ঘুম পাচ্ছে রে। ঘুমও এখন বেইমানী করে, জানিস? হালকা ঘুম পায়, কিছুক্ষণ ঘুমানোর পর কোন এক দুঃস্বপ্নে ঘুমটা ভেঙ্গে যায় !
তুইও ঘুমিয়ে পড়, ভয় নেই !
আমি আর তোর স্বপ্নে হানা দেবো না।।।
ভাল থাকিস।। # @

7 C ·Traduzir

আমি কি তোমাকে বলেছিলাম আমার জীবনে আসতে, বলেছিলাম?? বলি নি। তুমি নিজেই এসেছিলে। আমি বারবার বলেছিলাম থাকলে সারাজীবনের জন্য। তুমিও সম্মতি জানিয়েছিলে, আমরা বেশ সুখেই ছিলাম। কিন্তু কোথা থেকে কি হলো আজও আমার সব অজানা। বসন্তের খোলা হাওয়াতে যে কিভাবে কাল বৈশাখি ঝড় সব লণ্ডভণ্ড করে দিলো

আসলে এটাই হয়ত প্রকৃতির নিয়ম

সৃষ্টির শুরু থেকেই মানুষের নিষেধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ।

আমরা এক শহরেরই বাসিন্দা

কিন্তু আমাদের দেখা হয় না!

আমরা এক আকাশের নিচেই অবস্থান করি, কিন্তু আমাদের দূরত্ব সূর্য ও পৃথিবীর দূরত্বের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি

জানো, কখনোও ভাবি নি তুমি আমাকে এভাবে রেখে চলে যাবে। যদি ছেড়ে যাওয়ার ছিলো এত কাছে কেন এলে? বারবার ফিরেই বা আসো কেন? যতই বলি তোমার প্রতি আমার অনূভুতি নেই, ভালোবাসাকে দাফন দিয়েছে, ততবারই মনে হয়, হৃদয়ে ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করেছে

প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিন্তু কাঁদতে পারছি না। এক আকাশ হাসির মাঝে আমার চোখের কোণে এক বিন্দু জল
তোমাকে আর বলব না ফিরে এসো। কারন এই তুমি আর সেই তুমি নেই

আমি শুনেছি মানুষ নাকি বদলায়, কিন্তু কখনোই তা দেখি নি। কিন্তু ভাবতেই পারি নি যে আমার মানুষটা বদলে যাবে

এটাকেই হয়ত নিয়তি বলে। যাকে একবারের হলেও ভালোবাসা হয় তাকে কি ভোলা সম্ভব? কই আমি তো পারলাম না

আজও আমার বালিশ সাক্ষী কত রাত আমার পোহায় নির্ঘুম। কত অশ্রু ঝরে এই চোখ থেকে

এই নির্বাক বালিশ ভেজে আমার এই অশ্রুতে, আবার শোকায়

চোখের জলের যদি রঙ হতো তাহলে আমি হতাম রঙের ব্যবসায়ী

বসন্তের মধ্যেও আমার জীবনে যেন শ্রাবণধারা এই শহরের লাল নীল কাচের মাঝে আমি যেন সাদা কালোও পেশাচিকতায় আবদ্ধ

আমার অনূভুতি সবার কাছে হাস্যকর মনে হলেও আমি জানি আমি কতটা অসুখি

এক মহাসাগর কষ্ট বুকে চেপে রেখে হাসাটা কি খুবই সহজ?
মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহুর্তগুলো আসলে ব্যাখা করা যায় না। আসলে ভালো থাকার অভিনয় টা দিনভর করা গেলেও, রাতে পরাজিত অর্ধমৃত আমি

নিরবতার রাতে কান্না বিহীন শুধু চোখে জল আসে ভিতরে আটকা থাকা আত্মা টা বাইরের মিথ্যা হাসির উপর অভিযোগ করে

প্রতিনিয়ত আমাকে অভিশাপ দিচ্ছে এই মিথ্যা অভিনয়ের জন্য

চোখের নিচে লেপ্টে আছে জীবনের আসল গল্পটা, মানুষ তার নাম দিয়েছে 'ডার্ক সার্কেল'। তোমাকে না পাওয়ার আক্ষেপ টা সারাজীবন এই রয়ে যাবে

তুমি পরের বার আকাশ হয়ে জন্ম নিও, আমি নাহয় তোমাকে ভালোবেসে ছোঁয়ার ইচ্ছে নিয়ে আরও এক জন্ম কাটিয়ে দিব

যেই মেয়েটার দিকে অন্য কোন পুরুষ তাকালে তাকারে সেই চোখ ওপেের নিতাম আর আজ সেই মেয়েটাই আমার চেখের সামনে অন্য পুরুষের হাত ধরে হাটছে। এই কষ্টের অনুভূতি এই পাশান শহর দিতে পারবে না। রবি ঠাকুর বলেছেন'তাকে খোলা আকাশে ছেড়ে দাও, সে যদি তোমার হয়, তাহলে ঠিকই তোমার কাছে ফিরে আসবে'।😅❤️‍🩹

image