13 ث ·ترجم

চালতা ফল

image

চালতা ফুলের শুভেচ্ছা রইল।

image
10 ث ·ترجم

চালতা একটি টকজাতীয় ফল যা গ্রামীণ বাংলাদেশে খুব পরিচিত। এটি কাঁচা ও পাকলে দুইভাবেই খাওয়া যায়। চালতা দিয়ে আচার, টক ডাল, ভর্তা ও তরকারি তৈরি করা হয়। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধে সহায়ক। চালতা হজমে সাহায্য করে এবং মুখের রুচি বাড়ায়। এর টক স্বাদ অনেকের কাছে প্রিয়।

42 ث ·ترجم

চালতা খুব জনপ্রিয় একটি ফল।
এটি আচারের জন্য বিখ্যাত। আচার বিক্রেতারা সারাদিন ফেরি করে চালতার আচার বিক্রি করে।

47 ث ·ترجم

চালতার আচার শুকানো রোদে খুব যত্নে চোখ ভেজা অনুভূতিদের খানিক মেলে দিয়েছিলাম কিন্তু তপ্ত রোদে স্মৃতির আবর্জনার বিচ্ছিরি গন্ধে এখন আমার দমঘুটে মরার মতন অবস্থা।

অপরাহ্নের আলোর শেষ ছটা বেশ সূক্ষ্মভাবে এসে পড়েছে একদম মুখের ওপর জানালার বন্ধ গ্লাস ভেদ করে। যতদূর চোখ যায় দেখা যায় শুধু অবহেলিত কাকতাড়ুয়ার ভাঙা ভয়ানক অবয়ব।

ইদানীং অন্ধ সন্ধ্যেগুলোতে প্রায়ই কোকিলের ডাকে আফসোসের সাথে জীবনটা ঠিকঠাক হজম করতে না পারার অভিমানী ঢেকুর ওঠে। বমি বমি লাগা নিয়ে ঢুলু ঢুলু চোখে অপেক্ষায় থাকি রাতে নির্ঘুম শেয়ালের ডাকের।

খোলসে আবৃত মুক্তারা চকচক করে না যতক্ষণ না কাঙ্ক্ষিত সঠিক হাতে পৌঁছায়। উড়ে আসা বাতাসে ধূলোরা ঝরা ফুলে মিশে যায় শ্যাওলা পড়া প্রভাতের মিষ্টি সিক্ততায়। লজ্জাবতীরা নিয়ম করে নুয়ে পড়ে নিয়তির হালকা ছায়াচ্ছন্ন ছোঁয়াচে ছোঁয়ায়।

image
md hridoy Hossain  إنشاء مقالة جديدة
50 ث ·ترجم

চালতা ফল | #চালতা

চালতা ফল

চালতা ফল

চালতা ক্যালসিয়াম ও শর্করা বিদ্যমান