অবহেলা না ভালোবাসা
--রিয়া আজকে একটু দেখা করতে পারবা..?
অনেকদিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাত হয় না.?

ও স্যরি কাব্য আজকে দেখা করতে পারছি না। অন্যদিন দেখা হবে কেমন.?

আজকে আমার ম্যাথম্যাটিক্স-২ এসাইনম্যান্ট আছে?

তারপর আমি শুরু ওকে কিছু বলতে যাবো ঠিক তখনি আমার কিছু মেয়ে কাজিন রা আমার সাথে কথা বলতে চলে আসে সেখানে।

 

আর আমি তখন রিয়ার দিকে চেয়ে দেখি সে অনেক রাগি লুক নিয়ে তাদের দিকে তাকাচ্ছে 'আর রাগে ফুলছে। তাই আমিও ওকে আরো বেশি করে রাগানোর জন্য তাদের সাথে আরো বেশী করে হেসে হেসে কথা বলে ওদের সাথে ওদের মোবাইলে সেলফি তুলতে লাগলাম। আর কথা বলতে লাগলাম। এবং এক সময় রিয়াকে আরো রাগানোর জন্য তাদের সাথে রিয়ার ওখান থেকেভরিয়াকে আসছি বলে তাদের সাথে সেখান থেকে চলে এলাম।

 

আর হঠাৎ আমার এমন ব্যাবহারে রিয়ার কেমন লেগেছে তা জানার জন্য পিছনে তাকাতেই দেখি রিয়ার দুইচক্ষু দিয়েই তখন নিরবে পানি ঝরছে।

 

সে সেখানেই আমার এমন ব্যাবহারে মনে কষ্ট পেয়ে দাঁড়িযে দাঁড়িয়ে নীরবে কাঁদছে।

 

হয়তো বা আমার কাছে সে এমন কিছু আশা করেনি।


MD SOHAG KHAN

107 בלוג פוסטים

הערות