মানুষ অদ্ভুত প্রানী

মানুষের মাঝে সবাই এক না অনেক ভেদাভেদ রয়েছে এইখানে

মানুষকে চেনা কিন্তু সহজ নয়!

 

মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে..! আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে..! মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে..! আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় "ভালোবাসি" 

 

মানুষ থাকবো বলেও হারিয়ে যায় আবার চলে যাচ্ছি বলে বার বার পিছু ফিরে তাকায়। কেও আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে, কেও আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় "ভালো থেকো"

 

 মানুষ মায়া কান্নাও কাঁদে আবার ডিপ্রেশনেও হাসে। 

 

এইজন্য..মানুষকে চেনা কঠিন! 

সত্যিই- কঠিন বটে


Mostakim Nahid

24 ब्लॉग पदों

टिप्पणियाँ

📲 Download our app for a better experience!