সময়ের মূল্য ভালোবাসার কাছে মূল্যহীন

মানুষ যাকে ভালোবাসে তার মূল্যবান সময় তার খরচ করে ভালোবাসা অনেক দামি

একদিন তোমার ব্যস্ততা’রাও অবসরে যাবে। শত অবহেলাও রূপান্তরিত হবে প্রেম আর ভালোবাসায়। এই যে দিনের পর দিন ফেলে রাখো অপেক্ষায়, অবহেলায়– একদিন ঠিকই তোমার সময়গুলো অবসরে কেটে যাবে।
মানুষ তার পিছনেই নিজের মূল্যবান সময় ব্যয় করে, যাকে সে ভালোবাসে। যা অবহেলায়, অযত্নে ফেলে রাখে, তার কোনো দরদ নেই মানুষের কাছে। একদিন তুমিও সময় পাবে। শুধু আমার বেলায় তোমার কোনো সময় হয়ে উঠেনি।
কত অজুহাত, কত বাহানায় তুমি এড়িয়ে যাও আমায়। আমি যে বুঝতে পারি না, এমন নয়। দিব্যি বুঝতে পারি, অসহ্য হয়ে গেছি আমি! মানুষ যাকে ছাড়া থাকতে পারে না, তার সাথে এক মূহুর্ত কথা না বললে কষ্ট হয় না? দম বন্ধ হয়ে আসে না? মন খারাপ হয় না?
অথচ দেখো, তুমি দিনের পর দিন কথা না বলেই দিব্যি স্বাভাবিক আছো। অথচ ভেতর ভেতর দুমড়েমুচড়ে যাচ্ছি আমি! মানুষ সবসময় চোখের দেখাটা হয়তো দেখতে পারে না, কিন্তু কথা না বলে থাকতে পারে?
আমার ভীষণ দুঃখ হয়, নিজের জন্য আফসোস হয়!
যেখানে ভালোবেসে ভালো থাকার কথা, ভালো আর থাকছি কই? ভালোবাসার কত সংজ্ঞাই তুমি দিলে। সবকিছু তুমি তোমার নিজের পক্ষে নিলেও আমায় শুধু বিপরীতে রাখলে।
একদিন তোমার ব্যস্ততাও শেষ হবে। তোমার অনাগ্রহে যে প্রেম ফুরিয়ে গেছে, সে প্রেম কভু সতেজ হবে না! অনুভূতি নষ্ট করে দিয়ে যদি তুমি “ ভালোবাসি ” বলো, তবে সেই ভালোবাসা দিয়ে আমি কী করবো? ভালোবাসলে তো যোগাযোগ থাকে, নিয়ম করে কথা হয়, দেখা হয়, অভিমান হয়। অথচ দেখো, আমাদের আজকাল কিছুই হয় না!

 


Ariful Hasanrakib

146 블로그 게시물

코멘트