আমার জীবনের গল্প পর্ব ৩১

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

একটা মানুষের জীবন সম্পূর্ণ পরিপূর্ণ হয় না কখনো৷ কোন না কোন দিক থেকে আমার মত থেকেই যাবে কারণ এটাই সৃষ্টিকর্তার নিয়ম ৷ 

কারণ কোন মানুষের পরিপূর্ণ করে দিলে পৃথিবীতে তাহলে কোন কিছু চাওয়ার থাকে না পৃথিবীতে কোন চাওয়া না থাকলে সে নিজেকে সবার উপরে মনে করে নিজেকে পৃথিবীর সবথেকে ক্ষমতাধার লোক মনে করবে৷ 

তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাইবে না এজন্য সৃষ্টিকর্তা আমার মাঝে ছোট ছোট অপূর্ণতা রেখে দেন যেটার অভাবে মানুষ সৃষ্টিকর্তাকে বারবার মনে করবে এবং তার ইবাদত করবে এটাই সৃষ্টিকর্তার নিয়ম এই দুনিয়ায় সমাজ মানুষ সবাইকে নিয়ে সুখে থাকার জন্য সৃষ্টিকর্তা অভাব খাদ্য এগুলো সৃষ্টি করে রেখেছে৷ 

যাতে এগুলোর মাধ্যমে মানুষ তার চাইরা মেটানোর জন্য সৃষ্টিকর্তার কাছে উন্নত হয়ে দুনিয়ার সকল কিছুর উপর কৃতজ্ঞ থাকে এবং নিজেকে সংযত রাখে৷ 

সৃষ্টিকর্তার রহস্য অন্যরকম মানুষের ভালো-মন্দ কিছুই তিনি জানেন এবং কখন কোন জিনিসটা প্রয়োজন সেটা তুমি বলছেন এবং সময়মত কাছে পৌছায় দেন৷ 


Ariful Hasanrakib

146 Blog mga post

Mga komento