আমরা রাস্তায় চলাফেরার সময় অনেক সময় জ্যামে পড়ে যায় জ্যামে পড়লে আমরা গাড়ির ভিতরে বসে আল্লাহকে বলে আল্লাহ দামটা তাড়াতাড়ি ছেড়ে আমার গন্তব্য জায়গা পৌঁছানোর ব্যবস্থা করে দেন,
আর জ্যাম পড়ার পর গাড়ির অনেক ভিক্ষুক এসে আদায় করে অনেক হকার এসে অন্যগুলো কি করে গরিব মানুষগুলা আল্লাহকে বলে আল্লাহ জ্যামটা আরো এখানে আমরা সঠিক বিচার কিভাবে করব সৃষ্টিকর্তা কাদের কথা রাখবে অসহায় গরিবদের কথা যারা এই জামাইর কারণে কিছু টাকা তাদের দিন চালাতে পারে নাকি গাড়িতে বসে কষ্ট করা মানুষগুলো তারাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা জ্যাম হলে তাদের ভালো যারা খুশি হবেন চান্স হারলে আমাদের ভালো আমরা খুশি হব বিষয়টা নিয়ে ভাবলে৷
আপনার কে মাতা আসবে বলুন যদি আমার পোস্টটি আপনি পড়ে থাকুন তাহলে এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আপনার মতে কোনটা ভাল হয়৷
বাংলাদেশে গ্রামে এই যে আমগুলো বেশি একটা দেখা যায় না কিন্তু শহরের মতো জায়গায় এই জান ধারণ করে ঢাকা চট্টগ্রাম যতগুলো জেলা আছে তার ম্যান পয়েন্ট গুলোতে প্রতিনিয়ত যে আমি শিকার হয় অনেক মানুষ বিশেষ করে রাজধানী বাংলাদেশের৷
এখানে যেমের সমস্যা একটা নিত্যদিনের এ ভোগান্তি থেকে বাঁচার জন্য রাস্তাঘাট তৈরি করা হয়েছে তারপরেও আমার হাত থেকে রক্ষা পায়না ঢাকাবাস৷
প্রশাসনের এদিকে একটু নজর দেওয়া উচিত প্রশাসন কাজ করে যাচ্ছে কর এর ঘাটতি থেকেই যায়৷