হজ্ব কোরবানি ব্যতিরেকে জিলহজ্ব মাসের ফজিলত সমূহ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম ১০ দিন সর্বোত্তম উত্তম [সহীহত কারগিল :১১৫০]

১.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :এমন কোন দিন নেই যে দিনে নেক আমল আল্লাহর নিকট জিলহজ্ব মাসের প্রথম দশ দিন নেক আমল অপেক্ষা বেশি প্রিয়। সাহাবীগণ বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে জিহাদ করাও কি নয় ।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ ও নয়। তবে জান মাল নিয়ে যদি কোন লোক জিহাদে বের হয় এবং এ দুটির কোনটি যদি ফিরে না আসে তার কথা ভিন্ন। 

[বুখারী ৯৫৯ তিরমিজি ৭৫৭ মিশকাত ১৪৬০]

২. একথায় স্পষ্ট হয় যে জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনে বিশেষ গুরুত্বের কারণ. যেহেতু ওই দিনগুলোতে মৌলিক ইবাদাত সমূহ একত্রিত হয়েছে যেমন সালাত সিয়াম সাদকা ও হজ যা অন্যান্য দিনগুলোতে একত্রিত নয় [ইবনে হাজার আশকালানি (রহ)]

৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :এমন কোন দিন নেই, যেদিন আল্লাহ তাআলা আরাফার দিনের চেয়েও জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন বান্দাদের থেকে খুবই নিকটবর্তী হন ।তাদের নিয়ে গর্ব করে বলেন, ফেরেশতাদেরকে বলেন এটা কি চায়। (অর্থাৎ তারা যা চায় আমি তাই দেব) 

[মুসলিম ১৩৪৮ ইবনে মাজাহ ৩০১৪] 


Araf Hassan

53 ब्लॉग पदों

टिप्पणियाँ