অনুভূতি এমন এক জিনিস যেটা যত্ন না নিলে নষ্ট হয়ে যায়

যারা প্রচন্ড ভালোবাসা পাবার পরও অবহেলা করে তাদের স্বভাবের মিথ্যা ও লুকোচুরি লুকিয়ে থাকে

একটা মানুষের প্রতি অনুভূতি ভালোবাসা জন্মাতে যেমন সময় লাগে। ঠিক তেমনি শেষ হয়ে যেতেও সময় লাগে না। কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে। গেলে ভালোবাসা মায়া টান তখন আর এইগুলো কেউ দেখেনা। এই মাসের অবহেলায় ব্যবহার আচার-আচরণ ের অনুভূতি নষ্ট হয়ে যায়। প্রচন্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে। তাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে। তাদের প্রতি অনুভূতি কখনো একরকম থাকে না। অনুভূতি এমন এক জিনিস যেটা যত্ন না নিলে নষ্ট হয়ে যায়। মানুষ তার অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারেনা। যেখানে যত্ন পায় সম্মান পায় ভালোবাসা পায় আদর পায় সেখানে মানুষ নিজেকে আটকে রাখতে চাই। আর যেখানে গিয়ে আত্মত্যাগ নিজের ভালোবাসার বিনিময়ে অবহেলা পায় অসম্মান করে সেখানে গিয়ে একটা সময় পর মানুষ হারিয়ে ফেলে সম্পর্ক যখন সম্মান অসম্মানের কারণ হয়ে দাঁড়ায় মানসিক যন্ত্রণা কারণ হয়ে দাঁড়ায় মানুষ তখন আর ভালোবাসা মায়া টান এগুলো আর দেখেনা। সম্পর্ক থেকে মুক্তি চাই ।কার প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে সেই মানুষের প্রতি আর অনুভূতি কাজ করে না। যার প্রতি অনুভূতি নষ্ট হয়ে যায়। তার সাথে থাকতে গেলে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়।

অনুভূতি এমন একটা জিনিস যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায়। 


Araf Hassan

53 ブログ 投稿

コメント