মানুষ তখনই মুখ খোলে দেয়ালে পেট থেকে যায় যখন৷ মানুষ প্রথমে শত আঘাত মাথা পেতে নাই সহ্য করে৷ কিন্তু যখন মানুষের সহ্যের বা ভেঙে যায় তখন আর তাকে কেউ আটকে রাখতে পারে না মানুষ জীবন জীবিকার জন্য অনেক কিছুই করে থাকে জীবনে এমন কিছু সময় আসে নিজের পরিবারকে বাঁচাতে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তে হয় কিছুই করার থাকে না৷
তখন মানুষ ভালো-মন্দ বিবেচনা করতে যায় না কারণ তখন তার ভালো মন্দ বিবেচনা করতে গেলে তার পরিবারের হবে বিচ্ছিন্ন সুখ৷
তাই মানুষ নীরবে সবকিছু সহ্য করে দিনের পর দিন পরিবারের স্বার্থে করতে বাধ্য হয় অন্যায়৷
আমাদের চারপাশে হাড় হামেশাই এগুলো হয়ে যাচ্ছে আমরা এজন্য মানুষের প্রতি মানুষ সাহায্য কমিয়ে দিচ্ছে৷
মানুষ এখন শুধু টাকার পিছনে ছুটে কারণ টাকায় যে সকল সুখের মূল মানুষ সুখ খোঁজে শান্তি খুঁজে এই দুনিয়ায় এখন ভালো থাকার মানুষের সংখ্যা খুবই কম৷
প্রত্যেকটা ঘরে ঘরে কষ্টে দুঃখে জীবন কাটাচ্ছে মানুষ ভালোটাই দেখায় কিন্তু তাদের ভিতরের খবর নিতে গেলে বোঝা যায় আজকে কতটা কষ্টে আছে৷