নামাজ বেহেস্তের চাবি

আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ফরজ ইবাদতের চাইতেও আমার কাছে বেশি প্রিয়

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার অনুর সঙ্গে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আমার বান্দা ফরজ এবাদতে চায় তা আমার কাছে বেশি প্রিয়। কোন এবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দাঁড়ায় আমার নৈকট্য লাভ করতে পারে। এমনকি আমি অবশেষে আমার এতটাই প্রিয় পাত্র বানিয়ে নেই যে, কান আমি হয়ে যাই যা দিয়ে শেষ হলে আমি তার চোখ হয়ে যায়। যা দিয়েছে দেখে। আমি তার হাত হয়ে যায় যা দিয়েছে ধরে ।আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। আমার কাছে কোন কিছু চাইলে আমি অবশ্যই এটা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চাই আমি অবশ্যই তাকে আশ্রয় দি। যেকোনো কাজ করতে চাইলে আমি তাকে দ্বিধা করি না। যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণ ।সে মৃত্যুকে অপছন্দ করে। অথচ আমি তার কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি আমরা সকলে আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ। 


Araf Hassan

53 ব্লগ পোস্ট

মন্তব্য