জীবনের গল্প

জীবন যেখানে যেমন, জীবন তোর আর গল্পের মতো বাস্তব নয়,,,, এইটা বাস্তব কোনো সিনেমা নয়

আসসালামু আলাইকুম 

আশা করি সকলেই অনেক ভালো আছেন চলপন আজের প্রথম গল্প টা আপনাদের শোনাবো

নাম তার জয়। ছোট্ট এক গ্রামে জন্ম। বাবা চাষি, মা গৃহিণী। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু স্বপ্নে কখনও ঘাটতি ছিল না। স্কুলে হেঁটে যেত পাঁচ কিলোমিটার, ভাঙা চপ্পল পরে। তবুও পরীক্ষায় থাকত প্রথম।

 

একদিন শিক্ষক বললেন, “তুই শহরে পড়তে যাবি, অরূপ।” চোখে জল নিয়ে বাবা বললেন, “যা, তোর জন্য যা পারি করব। মা নিজের শাড়ি বেচে দিলেন, অরূপ শহরে গেল। প্রথমে জুতো পলিশ করত, রাতে পড়ত। দিনের পর দিন, বছরের পর বছর কেটেছে কষ্টে।

 

একদিন একটা বড় চাকরি পেল। বাবা-মাকে শহরে নিয়ে এল। তারা প্রথমবার লিফট চড়ল, ঘরের এসিতে ঘুমাল। মা বলল, তুই তো সত্যিই বড় হোস রে।”

 

অরূপের গল্প অগণিত অরূপদের জন্য—যারা কঠিন বাস্তবকে জয় করে স্বপ্নকে সত্যি করতে জানে। জীবন সহজ নয়, কিন্তু ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব কিছুই নয়।


Ferdaus Rahman Joy

13 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!