আমি কাজ করে যাচ্ছি কিন্তু তিন ডলার হওয়ার পর উইথড্র দিলাম আমাকে বলতে পাঁচ ছয় দিন সময় লাগবে, যদি পেমেন্ট না পাই, তাহলে দয়া করে, কেউ আর কাজ করবেন না, কারণ আমি সকল কনটেন্ট নিজস্ব, কোন কপি রাইট নাই, এত সতর্কতার সাথে কাজ করেও যদি পেমেন্ট না পাই, তাহলে লাভ কি,, তারা প্রতারক হয়ে থাকে, তাহলে সাইবার ক্রাইম ইউনিট কে জানাবো, আমরা প্রতারণা মামলাও করতে পারি,, সবাই একমত হলে কমেন্ট করবেন
"হারানোর ছায়া"
জীবনটা যেন এক দীর্ঘশ্বাসের খাতা,
যেখানে যা পাই তা কেবলই দুঃখ —
বিষণ্ন সন্ধ্যার একাকিত্ব,
অপেক্ষার কুয়াশায় ঢাকা কিছু ভুল মুখ।
প্রতিদিনের হিসেব-নিকেশে বুঝি,
সুখ যেন কেবলই ফসকে যাওয়া বালির মতো—
মুঠোয় ধরতে গেলেই
হারিয়ে যায় সময়ের স্রোতে।
আর যা হারাই,
তা শুধু স্মৃতির বুক ভরে না,
ভরে গোটা হৃদয়ের সমস্ত কোণ,
সীমাহীন সেই সুখ,
যা একদিন ছিল হাতের মুঠোয়—
আজ সে কেবলই ছবি, কল্পনা,
আর না বলা কথার পেছনে লুকানো কান্না।
জীবন দেয় কিছুটা নিঃশ্বাস,
আর রেখে দেয় গভীর হাহাকার—
পাওয়া মানেই শূন্যতা,
আর হারানোই যেন
আসল বেঁচে থাকার উপাখ্যান।
"হারানোর ছায়া"
জীবনটা যেন এক দীর্ঘশ্বাসের খাতা,
যেখানে যা পাই তা কেবলই দুঃখ —
বিষণ্ন সন্ধ্যার একাকিত্ব,
অপেক্ষার কুয়াশায় ঢাকা কিছু ভুল মুখ।
প্রতিদিনের হিসেব-নিকেশে বুঝি,
সুখ যেন কেবলই ফসকে যাওয়া বালির মতো—
মুঠোয় ধরতে গেলেই
হারিয়ে যায় সময়ের স্রোতে।
আর যা হারাই,
তা শুধু স্মৃতির বুক ভরে না,
ভরে গোটা হৃদয়ের সমস্ত কোণ,
সীমাহীন সেই সুখ,
যা একদিন ছিল হাতের মুঠোয়—
আজ সে কেবলই ছবি, কল্পনা,
আর না বলা কথার পেছনে লুকানো কান্না।
জীবন দেয় কিছুটা নিঃশ্বাস,
আর রেখে দেয় গভীর হাহাকার—
পাওয়া মানেই শূন্যতা,
আর হারানোই যেন
আসল বেঁচে থাকার উপাখ্যান।
shohidul islam
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?