ওমর ফারুক ত্রিপুরা: এক পাহাড়ি শ'হী'দে'র গল্প। যিনি আজকের এই দিনে শা'হা'দা'ত বরণ করেছিলেন।

ওমর ফারুক ত্রিপুরা ছিলেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি গ্রামের একজন আদিবাসী ত্রিপুরা যুবক। জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টান পরিবারে, পূর্বনাম ছিল পূর্ণেন্দু ত্রিপুরা। ২০১৪ সালে, তীব্র অন্তর্দাহ ও আত্মার প্রশান্তি খুঁজতে গিয়ে, এক মুসলিম বন্ধুর দাওয়াতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ ওমর ফারুক।

ইসলাম গ্রহণের পর তিনি ঢাকায় গিয়ে তাবলিগ জামায়াতে অংশগ্রহণ করেন এবং তিন চিল্লা দেন। পরে নিজ গ্রামে ফিরে আসেন এবং গ্রামে ইসলাম প্রচার শুরু করেন। তাঁর দাওয়াতি কাজে প্রভাবিত হয়ে প্রায় ৩২টি ত্রিপুরা পরিবার ইসলাম গ্রহণ করে। তিনি নিজের জমি দান করে একটি মসজিদ নির্মাণ করেন, সেখানে নিজেই ইমামতি শুরু করেন। ২০১৮ সালে সেই মসজিদে মাইক স্থাপন করেন।

আর এখান থেকেই শুরু হয় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। খ্রিস্টান মিশনারিদের প্রভাবে পরিচালিত পাহাড়ি স*ন্ত্রাসী গোষ্ঠী বারবার হুমকি দিতে থাকে— তাঁকে ইসলাম ত্যাগ করতে হবে, না হলে ফল ভয়াবহ হবে। কিন্তু তিনি ছিলেন একান্ত অবিচল। সেদিন তিনি বলেছিলেন, “আমি ইসলাম ত্যাগ করবো না, মরলেও ইসলামের ওপরেই মরবো।” এই সাহসী অবস্থানের ফলেই তিনি ক্রমাগত হুমকি-ধামকির মধ্যে জীবনযাপন করছিলেন।

অবশেষে, ২০২১ সালের ১৮ জুন জুমা'আহ বার দিবাগত রাতে এশার নামাজে ইমামতি শেষে রাত ৮ টার দিকে বরাবরের মতোই তিনি বাড়িতে ফিরেন। সেই সময় চারজন অ*স্ত্র*ধারী স*ন্ত্রাসী তার ঘরে ঢুকে পড়ে। তাঁকে টেনেহিঁচড়ে উঠানে আনে এবং বুকে ও মাথায় ২ রাউন্ড গু↑লি করে। তাঁর স্ত্রী রাবেয়া বেগম তাৃকে রক্ষা করতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলেই ওমর ফারুক শাহাদাত বরণ করেন।

ওমর ফারুক ত্রিপুরা রহিমাহুল্লাহ ছিলেন এক সাহসী দাঈ, যিনি পাহাড়ি জনপদে আল্লাহর দ্বীন ছড়িয়ে দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর জীবন ও মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্যের পথ মসৃণ নয়, কিন্তু সে পথেই আছে শা'হা'দা'র পেয়ালা। আল্লাহ আপনি তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে স্থান দিন।

"যারা আল্লাহর পথে শ'হীদ হয়েছে, তুমি কখনোই মনে করো না যে তাঁরা মৃত। বরং তাঁরা জীবিত, তাঁদের রবের নিকট তারা জীবিকা লাভ করে। তাঁরা আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তা নিয়ে আনন্দিত থাকে" [কুরআন ৩: ১৬৯-১৭০]

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।