8 di ·Menerjemahkan

ওমর ফারুক ত্রিপুরা: এক পাহাড়ি শ'হী'দে'র গল্প। যিনি আজকের এই দিনে শা'হা'দা'ত বরণ করেছিলেন।

ওমর ফারুক ত্রিপুরা ছিলেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি গ্রামের একজন আদিবাসী ত্রিপুরা যুবক। জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টান পরিবারে, পূর্বনাম ছিল পূর্ণেন্দু ত্রিপুরা। ২০১৪ সালে, তীব্র অন্তর্দাহ ও আত্মার প্রশান্তি খুঁজতে গিয়ে, এক মুসলিম বন্ধুর দাওয়াতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ ওমর ফারুক।

ইসলাম গ্রহণের পর তিনি ঢাকায় গিয়ে তাবলিগ জামায়াতে অংশগ্রহণ করেন এবং তিন চিল্লা দেন। পরে নিজ গ্রামে ফিরে আসেন এবং গ্রামে ইসলাম প্রচার শুরু করেন। তাঁর দাওয়াতি কাজে প্রভাবিত হয়ে প্রায় ৩২টি ত্রিপুরা পরিবার ইসলাম গ্রহণ করে। তিনি নিজের জমি দান করে একটি মসজিদ নির্মাণ করেন, সেখানে নিজেই ইমামতি শুরু করেন। ২০১৮ সালে সেই মসজিদে মাইক স্থাপন করেন।

আর এখান থেকেই শুরু হয় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। খ্রিস্টান মিশনারিদের প্রভাবে পরিচালিত পাহাড়ি স*ন্ত্রাসী গোষ্ঠী বারবার হুমকি দিতে থাকে— তাঁকে ইসলাম ত্যাগ করতে হবে, না হলে ফল ভয়াবহ হবে। কিন্তু তিনি ছিলেন একান্ত অবিচল। সেদিন তিনি বলেছিলেন, “আমি ইসলাম ত্যাগ করবো না, মরলেও ইসলামের ওপরেই মরবো।” এই সাহসী অবস্থানের ফলেই তিনি ক্রমাগত হুমকি-ধামকির মধ্যে জীবনযাপন করছিলেন।

অবশেষে, ২০২১ সালের ১৮ জুন জুমা'আহ বার দিবাগত রাতে এশার নামাজে ইমামতি শেষে রাত ৮ টার দিকে বরাবরের মতোই তিনি বাড়িতে ফিরেন। সেই সময় চারজন অ*স্ত্র*ধারী স*ন্ত্রাসী তার ঘরে ঢুকে পড়ে। তাঁকে টেনেহিঁচড়ে উঠানে আনে এবং বুকে ও মাথায় ২ রাউন্ড গু↑লি করে। তাঁর স্ত্রী রাবেয়া বেগম তাৃকে রক্ষা করতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলেই ওমর ফারুক শাহাদাত বরণ করেন।

ওমর ফারুক ত্রিপুরা রহিমাহুল্লাহ ছিলেন এক সাহসী দাঈ, যিনি পাহাড়ি জনপদে আল্লাহর দ্বীন ছড়িয়ে দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর জীবন ও মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্যের পথ মসৃণ নয়, কিন্তু সে পথেই আছে শা'হা'দা'র পেয়ালা। আল্লাহ আপনি তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে স্থান দিন।

"যারা আল্লাহর পথে শ'হীদ হয়েছে, তুমি কখনোই মনে করো না যে তাঁরা মৃত। বরং তাঁরা জীবিত, তাঁদের রবের নিকট তারা জীবিকা লাভ করে। তাঁরা আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তা নিয়ে আনন্দিত থাকে" [কুরআন ৩: ১৬৯-১৭০]

13 m ·Menerjemahkan

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

33 m ·Menerjemahkan

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

41 m ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 h ·Menerjemahkan

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Menerjemahkan

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.