নির্বাচনী পরীক্ষা-২০২৪ ইং
বিষয়: গনিত-২
পূর্ণমান-৬০
বিষয় কোড: ১৯২৩
ক-বিভাগ হতে পাঁচটি, খ-বিভাগ হতে উপপাদ্য ২টি, সপাদ্য ১টি, গ-বিভাগ হতে তিনটি এবং ঘ-বিভাগ হতে ১ টি প্রশ্নের উত্তর দাও।
ক-বিভাগ: বীজগনিত (মান 20 )
১. (i) সমাধান কর: ২.৫ 1/(x + 1) + 1/(x + 4) = 1/(x + 2) + 1/(x + 3)
(ii) একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47; মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুন। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত?
২. (i) সমাধান কর: (x - a)/b + (x - b)/a + (x - 3a - 3b)/(a + b) = 0
(ii) একটি সমকোনী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সে.মি। ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় কর।
৩. (i) sqrt(1 + x + sqrt(1 - x)) sqrt 1+x- sqrt 1-x =p ২.৫ হলে প্রমান কর যে, p ^ 2 - (2p)/x + 1 = 0
(ii) (a ^ 3 + b ^ 3)/(a - b + c) = a(a + b) হলে প্রমান কর যে a,b,c ক্রমিক সমানুপাতী।
৪. (i) যদি কোনো বর্গ ক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমান ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রশতকরা কত বৃদ্ধি পাবে?
(ii) পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত ৪:3 হবে। তাদের বর্তমান বয়স কত? (i) ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফী 171 রান করলো। সাকিব ও মুশফিকুর এবং মুশফিকুর ও মাশরাফীর রানের অনুপাত 3:2 হলে কে কত রাত করেছে?
(ii) একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ঐ জমির দৈর্ঘ্য ও প্রন্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং ২:৫ হলে, অপর জমির ক্ষেত্রফল কত? ২.৫
৫.(i) প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর:
(ii) অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: 7x - 8y = - 9 5x - 4y = - 3
৬. (i) আড়গুনন পদ্ধতিতে সমাধান কর:- 7x - 8y = - 9 5x - 4y = - 3
(ii) কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ কর ভগ্নাংশটি ভগ্নাংশটি নির্ণয় কর। 1/2 * 3 হয় । আর লব থেকে 7
(i) 29 + 25 + 21 +.......... 23 = কত? 1/3 * 241
৭.(ii) কোনো সমান্তর ধারা 12 তম পদ 77 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?
খ বিভাগ: জ্যামিতি
৮. (i) বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব। ৩
(ii) বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
৯. (i) বৃত্তের একই চাপের ওপর দন্ডায়মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান।
(ii) অর্ধবৃত্তস্থ কোন এক সমকোন।
১০. (i) ০ কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তলিখিত চতুতুর্জ। AC, BD কর্নদ্বয় E বিন্দুতে ছেদ
করলে প্রমান কর যে, <AOB+< COD = 2 < AEB
(ii) বৃত্তের যেকোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শকবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব।
১১. (i) ABC ও DEF সদৃশকোণী ত্রিভুজদ্বয়ের AM ও DN হলে প্রমান কর যে, AM: DN = ABE ৩
(ii) ABC ত্রিভুজের < A =: এক সমকোন। D,AC এর উপরস্থ একটি বিন্দু। প্রমান করবে যে,
B * c ^ 2 + A * d ^ 2 = B * d ^ 2 + A * c ^ 2 ৩
১২. (i) কোনো নিদিষ্ট ত্রিভুজের অন্তবৃর্ত্ত আকতে হবে (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
(ii) কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁক যেন তাদের অন্তর্ভুক্ত কোন 60 deg হয়। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
tohami hasan Shakib
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?